শিরোনাম
ছোটবেলায় দেখতে কেমন ছিলেন প্রিয়াঙ্কা!
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১২:৩৭
ছোটবেলায় দেখতে কেমন ছিলেন প্রিয়াঙ্কা!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বর্তমানে বলিউডের টপ সারির নায়িকাদের একজন বলা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে এখন তিনি হলিউডেও বেশ জনপ্রিয়। বর্তমানে বলিউড বাদ দিয়ে হলিউড কাঁপাতেই ব্যস্ত সময় পার করছেন দেশী গার্ল। মার্কিন টিভি সিরিয়াল কোয়ান্টিকোতে এফবিআই সদস্যের চরিত্রে অভিনয় করে গোটা হলিউড দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছেন ৩৩ বছর বয়সি এই নায়িকা।


বলা যায় বৃহস্পতি এখন তুঙ্গে এই বলিউড অভিনেত্রীর। বলিউডে বাজিরাও মাস্তানি ও জয় গঙ্গাজলের মতো সফল ফিল্ম, কোয়ান্টিকোর মতো মার্কিন টিভি সিরিজে দারুণ সাফল্য, বেওয়াচে অভিনয় করে হলিউডে ডেবিউ, অস্কারের আসরে প্রেজেন্টারের দায়িত্ব পালন, এ বছরের পিপলস চয়েস অ্যাওয়ার্ড জয়, হলিউডের নিউ রয়্যালের সম্মান অর্জন, প্রথম ভারতীয় টিভি স্টার হিসেবে ফোর্বসের তালিকায় চলে আসা, তারপর আবার এমির আসরে অভিষেক। এককথায় প্রিয়াঙ্কার জীবনের সোনালি মুহূর্ত চলছে।


তবে এ পর্যন্ত আসতে বহু কাঠখড়পোড়াতে হয়েছে নায়িকাকে। ২০০২ সালে বিশ্ব সুন্দরী হওয়ার পর আব্বাস-মাস্তানের ‘হামরাজ’ ছবির নায়িকা হিসেবে ডেব্যুকরার কথা ছিল প্রিয়াঙ্কার। কিন্তু সময়ের অভাবের কারণে তাকে ছবি থেকে বাদ দেন প্রযোজকরা।


প্রিয়াঙ্কার সর্ব প্রথম ২০০২ সাথে তামিল ‘ঠামিজান’ ছবিতে অভিনয় করেন। এরপর সানি দেওয়ালের বিপরীতে ‘দ্য হিরো’ ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন। ছবি দুটি দিয়ে তেমন জনপ্রিয়তা না পেলেও, ২০০৪ সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগতা নায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন তিনি।


আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর ২০০৮ সালে ‘ফ্যাশন’ ছবির জন্য ‘সেরা অভিনেত্রী’ হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন তিনি। এ পর্যন্ত অনেক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন প্রিয়াঙ্কা। তার ভক্ত ও অনুসারি রয়েছে বিশ্বজুড়ে। কিন্তু কেউ জানেন কি ছোটবেলায় দেখতে কেমন ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। না দেখে থাকলে আজই দেখে নিন-



বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com