
বর্তমান প্রজন্মের জনপ্রিয় গায়িকা মৌমিতা বড়ুয়া। মিষ্টি কন্ঠে বেশ কিছু গান উপহার দিয়ে তিনি পেয়েছেন সংগীতাঙ্গনের গুণীজনদের সান্নিধ্য ও প্রশংসা। এবার ‘একটি ছেলে’ নামে একটি গানে সুর দিয়েছেন। তবে এই গানের একটি বিশেষত্ব রয়েছে।
গানটি লিখেছেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তবে গানের বিশেষত্ব অন্য জায়গায়, এর পেছনে রয়েছে চমৎকার একটি গল্পও।
সেই গল্প নিজেই শুনিয়েছেন মৌমিতা। তিনি বললেন, ‘একদিন সকালে গাজী মাজহারুল আনোয়ার স্যারের বাসায় গিয়েছিলাম। স্যার আমাকে সামনে বসিয়ে আমার জন্য গানটা লেখেন। আর বলেন, আমাকে ভেবেই উনি গানটা লিখেছেন। আমার মনে তখন রাজ্যের খুশি!’
সেদিনের অভিজ্ঞতা শেয়ার করে মৌমিতা আরো বলেন, ‘সেদিন স্যারের সাথে বসে দুপুরের খাবার খেয়েছি। উনার মতো একজন কিংবদন্তির বিনয়, উদারতা, আতিথিয়তা দেখে আমি মুগ্ধ হয়েছি।’
‘একটি ছেলে’ গানের সুর-সংগীতায়োজন করেছেন অপু আমান। মৌমিতা জানালেন, প্রায় সাত-আট মাস ধরে এই গানের ভয়েস দিয়েছেন তিনি। কিন্তু কেন? মৌমিতার জবাব, ‘অপুদা ভীষণ খুঁতখুঁতে। একদম মনের মতো গায়কী না পেলে সেটা চূড়ান্ত করেন না। এতদিন ধৈর্য ধরে তিনি আমার ভয়েস রেকর্ড করেছেন। সবশেষে গত ২৮ জুন শেষ হলো।’
মৌমিতা আরো জানান, শিগগিরই গানটির ভিডিওচিত্রের কাজ সম্পন্ন হবে। এরপরই প্রকাশ করবেন অন্তর্জালে।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]