
দেশের ৮টি জনপ্রিয় রক ব্যান্ডের অংশগ্রহণে আয়োজন হতে যাচ্ছে রক ইভেন্ট ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স’। ইভেন্টে পারফর্ম করবে দেশসেরা ব্যান্ড আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, আর্বোভাইরাস, নেমেসিস, অ্যাভয়েড রাফা, দৃক ও মেকানিক্স।
আগামী ২০ মে (শুক্রবার) বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আইসিসিবির ৪ নম্বর হলে রক অনুষ্ঠানটি হবে।
ইভেন্টে প্রায় পাঁচ হাজার ভক্ত সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা। জনপ্রিয় ব্যান্ডগুলোর বিখ্যাত কিছু গান দিয়ে ইভেন্টের লাইনআপ সাজানো হয়েছে। সুপার ব্যান্ড ‘হাইব্রিড’র পারফরম্যান্স এবং বিশেষ অতিথিদের উপস্থিতিসহ ভক্তদের জন্য দারুণ কিছু চমক থাকছে এই রক ইভেন্টে। এ ছাড়া একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে অংশ নিয়ে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন একটি মোটরবাইক জেতার সুযোগ।
ঢাকায় অবস্থিত দ্য হাইভ, ম্যাডশেফ এবং ইশোর সব আউটলেট থেকে সরাসরি টিকেট সংগ্রহ করা যাবে। এ ছাড়া অনলাইনে টিকেট সংগ্রহসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.getsetrock.com ঠিকানায়।
বিবার্তা/তালহা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]