
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। এই অভিনেত্রী সাধারণ হয়েও অসাধারণ ভাবে জীবন যাপন করেন! এমনি কি অভিনয় গুণে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু গভীর রাতে নতুন ঘটনার জন্ম দিলেন এই অভিনেত্রী।
গভীর রাতে দিকে হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহ থেকে স্কার্ফে মুখ ঢেকে দ্রুত পায়ে বেরিয়ে যান সাই পল্লবী। এ সময় একজন পাপারাজ্জির ক্যামেরায় বন্দি হন এই অভিনেত্রী। তবে এখানে কোন সিনেমা দেখেছেন তা জানা যায়নি।
মুখে মাস্ক, স্কার্ফে ঢাকা পুরো মাথা। এক কাঁধে ব্যাগ, অন্য হাতে ফোন; কারো সঙ্গে কথা বলতে বলতে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন এক নারী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন মুখ লুকিয়ে হেঁটে গেলেন সাই পল্লবী?
সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্যাম সিং রায়’। এতে তার বিপরীতে অভিনয় করেন নানি। গত বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পায় তেলেগু ভাষার সিনেমাটি।
সাই পল্লবীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘বিরতা পারভান’। বেনু উড়ুগুলা পরিচালিত এ সিনেমায় সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন রানা দাগ্গুবতী। তেলেগু ভাষার এ সিনেমা আগামী ১ জুলাই মুক্তির কথা রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]