
দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা নাগা চৈতন্য। তিনি সুপারস্টার নাগার্জুনের পুত্র। অভিনেত্রী সামান্থা রথপ্রভুকে ভালোবেসে বিয়ে করেছিলেন নাগা চৈতন্য। সেই বিয়ে ভেঙে গেছে।
গত বছরের অক্টোবরে তারা বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর থেকেই তাদের বিচ্ছেদটি ছিল আলোচনায়।
বিচ্ছেদের বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন দুজনেই। তাদের বিচ্ছেদের খবর ঘোষণা করে, সামান্থা এবং চৈতন্য বলেন, ‘অনেক চিন্তাভাবনা করার পরে স্যাম এবং আমি স্বামী-স্ত্রী হিসেবে আমাদের নিজস্ব পথ অনুসরণ করার জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এরপর বিচ্ছেদ নিয়ে নানা প্রশ্নে নানা উত্তর দিয়েছেন সামান্থা। তবে কখনোই এ নিয়ে কথা বলেননি নাগা। সম্প্রতি অভিনেতার আসন্ন সিনেমা ‘বাঙ্গারাজু’র প্রচারের সময় তিনি বিষয়টি নিয়ে মুখ খুললেন।
তারকা নাগা চৈতন্য বলেন, ‘সামান্থা যদি খুশি হয় তবে আমি খুশি। সেই মুহূর্তে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তটি সেরা ছিলো।’
উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে বিয়ে করা সামান্থা-নাগা দম্প্রতি একসঙ্গে ছিলেন প্রায় ৪ বছর।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]