শিরোনাম
রজনীকান্তের যে কথাগুলো আগে জানতেন না
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১১:২০
রজনীকান্তের যে কথাগুলো আগে জানতেন না
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

রজনীকান্ত, জন্ম ১২ই ডিসেম্বর, ১৯৫০ সালে। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। চলচ্চিত্র জগতে তার অভিষেক হয়, ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’-তে অভিনয়ের মাধ্যমে। এই সিনেমার পরিচালক কে. বলচন্দ্র, তারই উপদেশে তিনি সিনেমাতে অভিনয় শুরু করেন। ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রসহ অন্যান্য দেশের সিনেমাতেও অভিনয় করেছেন। আজ জানবো রজনীকান্ত সম্পর্কে কিছু কথা।


● আসল নাম শিবাজি রাও গায়কোয়াড, যদিও বিশ্ববাসী তাকে চেনে রজনীকান্ত হিসেবে।


● এক মরাঠি পরিবারে জন্ম, ১৯৫০ সালের ১২ ডিসেম্বরে। মা রমাবাই ছিলেন গৃহবধূ ও বাবা রামোজি রাও গায়কোয়াড ছিলেন পুলিশ কনস্টেবল।


● স্ত্রী লতা রঙ্গচারির সঙ্গে আলাপ হয় যখন তিনি রজনীকান্তের সাক্ষাৎকার নিতে এসেছিলেন।


● রজনীকান্তের জ্যেষ্ঠ কন্যা ঐশ্বরিয়া বিয়ে করেছেন বর্তমানের দক্ষিণী তারকা ধনুশকে।


● রজনীকান্তের দ্বিতীয় ও কনিষ্ঠ কন্যা সৌন্দর্যা বিয়ে করেছেন শিল্পপতি অশ্বিন রামকুমারকে।


● রজনীকান্ত প্রথম জীবনে অভিনয় করার পাশাপাশি, বাস কন্ডাক্টরি করতেন।


● ২০০৭ সালে, ‘শিবাজি’ ছবিতে অভিনয় করে ২৬ কোটি টাকা উপার্জন করেন রজনী। সেই সময়ে, জ্যাকি চ্যানের পর, তিনিই ছিলেন এশিয়ার সর্বোচ্চ ‘পেইড অ্যাক্টর’।


● ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কোচাদাইয়া’অ্যানিমেটেড ছবিতে, রজনী অভিনয় করেন তিনটি চরিত্রে।


● তামিল, হিন্দি, মরাঠি, এমনকী মার্কিন ছবি নিয়ে রজনী অভিনয় করেছেন ১৭০-এরও বেশি ছবিতে।


● ভারত সরকারের পক্ষ থেকে রজনীকান্তকে ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ সম্মান দেয়া হয়েছে।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com