শিরোনাম
আবারো উপস্থাপনায় মৌটুসী বিশ্বাস
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৯:৫০
আবারো উপস্থাপনায় মৌটুসী বিশ্বাস
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের সুপ্ত রন্ধন শিল্পপ্রতিভা অন্বেষণের লক্ষ্যে শুরু হয়েছে টিভি রিয়্যালিটি শো ‘মিজান-মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী-২০১৬’ এর ধারণ কার্যক্রম। গত ১০ অক্টোবর বিএফডিসির এটিএন বাংলা স্টুডিওতে শুরু হয় এ প্রতিযোগিতার গ্রুমিং রাউন্ড।


অনুষ্ঠানে দেশের ৭টি বিভাগের নির্বাচিত ৪৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। গ্রুমিং রাউন্ডে প্রতিযোগীদের প্রতিযোগিতা সংক্রান্ত নানা বিষয়ে ধারণা দেয়া হয়। এই ৪৯ জন প্রতিযোগীকে নিয়ে ১১ অক্টোবর শুরু হয়েছে মূল পর্বের ধারণ কার্যক্রম। এ কার্যক্রম চলবে ১১ থেকে ১৬ অক্টোবর।


অনুষ্ঠানটির প্রচার হবে ১৭ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার, রাত ৮টা ৪০মিনিটে। মৌটুসী বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আবদুল্লাহ রানা, প্রযোজনা- আসলাম শিকদার।


উপস্থাপনা প্রসঙ্গে মৌটুসী বিশ্বাস বলেন, বেশ ভালো লাগছে অনুষ্ঠানটি। আমার নিজেরই অনেক কিছু জানা হচ্ছে, শেখা হচ্ছে। দর্শকেরও ভালো লাগবে।


উল্লেখ্য ‘মিজান-মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী-২০১৬’ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয় ১ সেপ্টেম্বর ২০১৬। সারাদেশ থেকে আগ্রহী রন্ধনশিল্পীদের কাছ থেকে এদিন এন্ট্রি আহ্বান করা হয়, যা চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রাপ্ত রেসিপির ওপর ভিত্তি করে অভিজ্ঞ জুরি কমিটি দেশের সাতটি বিভাগের প্রতিটি থেকে ৭ জন করে প্রতিযোগীকে রিয়্যালিটি শোতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। এই ৭ বিভাগের ৪৯ জন প্রতিযোগী নিয়েই শুরু হয়েছে মূল পর্ব।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com