শিরোনাম
পোলিশ পরিচালক আন্দ্রেজ আর নেই
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৫:৫৭
পোলিশ পরিচালক আন্দ্রেজ আর নেই
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত পোলিশ চলচ্চিত্র পরিচালক আন্দ্রেজ ভাইদা। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বেশ কয়েকদিন কোমায় থাকার পর ৯ অক্টোবর তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।


পোল্যান্ডের স্থানীয় গণমাধ্যম এবং ব্রিটিশ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পোলিশ ফিল্মমেকার অ্যাসোসিয়েশন’এর প্রধান। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।


আন্দ্রেজ ওয়াজদা পোল্যান্ডের সুয়াল্কিতে ১৯২৬ সালে জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে যোগ দেন তিনি। নাজি সৈন্যবাহিনীর বিরুদ্ধে পোলিশ সৈন্যবাহিনীর রুখে দাঁড়ানো নিয়ে নির্মিত তার ছবি ‘ক্যানেল’ ১৯৫৭ সালের কান চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার লাভ করে। এর পরই তার ক্যারিয়ার উঠতে থাকে শীর্ষের দিকে।


এই ধারাবাহিকতায় তিনি নির্মাণ করে যান ‘অ্যাশেজ অ্যান্ড ডায়মন্ডস’, ‘দ্য ওয়েডিং’ ‘দ্য প্রমিসড ল্যান্ড’-এর মতো বিখ্যাত সব ছবি। ১৯৭৭ সালে কান চলচ্চিত্র উৎসবে কমিউনিস্ট-অধ্যুষিত পোল্যান্ডের প্রেক্ষিতে তার নির্মিত ‘ম্যান অব মার্বেল’ ছবিটি ব্যাপক প্রশংসিত হয়।


১৯৮৩ সালে তিনি ফ্রান্সে নির্মাণ করেন তার প্রশংসিত ছবি ‘দান্তন’, যাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বিখ্যাত অভিনেতা জেরার্ড দেপারদ্যু। এ ছাড়া জার্মানিতে ‘আ লাভ ইন জার্মানি’ (১৯৮৬) এবং ফ্রান্সে ‘দ্য পোজেসড’ (১৯৯৮) নির্মাণ করেন।


তার চলচ্চিত্রকার হয়ে ওঠার পেছনের কাহিনীও বিচিত্র। ১৯৩৯ সালে সেনাবাহিনীতে যোগ দিতে ব্যর্থ হওয়ার পরই তিনি চলচ্চিত্র নির্মাণে ঝুঁকে পড়েন। ৫৬টি ছবি পরিচালনা করেছেন তিনি। ২০১৩ সালের ‘ওয়ালেসা : ম্যান অব হোপ’ ছিল তার নির্মিত সর্বশেষ ছবি। ২০০০ সালে তিনি আজীবন সম্মাননাসূচক অস্কার পুরস্কারে ভূষিত হন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com