শিরোনাম
সেন্সরের কোপ পড়ল ‘রেঙ্গুন’র ওপর
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১১:১০
সেন্সরের কোপ পড়ল ‘রেঙ্গুন’র ওপর
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশাল ভরদ্বাজের ছবি ‘রেঙ্গুন’ নিয়ে দর্শকমহলে জল্পনা এখন তুঙ্গে। এর মধ্যেই সেন্সরের কোপ পড়ল ছবিটির উপর। সাইফ আলি খান, কঙ্গনা রানাওয়াত এবং শাহিদ কাপুর অভিনীত ছবিতে কিছু অশ্লীল কথা রয়েছে। যা শুনে অনেকেই কানে হাত দেন। তাই ওই কথাগুলোর ওপরই কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড।


জানা গেছে, সাজিদ নাদিওয়ালা প্রযোজিত ‘রেঙ্গুন’ ছবিতে ‘বাকচোদ’ এবং ‘বাস্টার্ড’ এই ধরনের কথার ব্যবহার আছে। সেন্সর বোর্ডের নির্দেশে ‘বাস্টার্ড’ কথার পরিবর্তে ‘রাস্কাল’ কথাটি ব্যবহার হবে। সাধারণত ‘বাস্টার্ড’ কথাটি আক্ষরিক অর্থে ব্যবহৃত হলে, সেন্সর বোর্ড কোনো বাধা দেয় না।


যেমন ‘বাস্টার্ড’ কথাটি সিদ্ধার্ত মালহোত্রা অভিনীত ‘ব্রাদারস্‌’ ছবিতে অন্যাসে ব্যবহৃত হয়, কারণ সিদ্ধার্থ মালহোত্রা এই ছবিতে জ্যাকি শ্রফের জারজ সন্তানের ভূমিকায় অভিনয় করেছেন। সেরকমই ‘বাকচোদ’ কথাটির বদলে ‘বাকচোর’ কথাটি ব্যবহার করা হবে।


ছবিতে কঙ্গণা রানাওয়াতকে একটি জায়গায় ‘ছিনাল’ বলে ডাকা হয়েছে। সেন্সর বোর্ড এই শব্দটির উপরও কাঁচি চালিয়েছে। এই কথাটির অর্থ হল ‘স্লাট’। এই শব্দের বদলে ব্যবহৃত হবে ‘ঝুটি’। অথচ কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘বেফিকরে’তে বাণী কাপুরকেও ‘স্লাট’ বলে ডাকা হয়, যেখানে সেন্সর বোর্ড কোনো বাধা দেয়নি।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com