শিরোনাম
সবচেয়ে বেশি বয়সে ফিল্মফেয়ার জয় করা অভিনেত্রীর মৃত্যু
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ১৪:২০
সবচেয়ে বেশি বয়সে ফিল্মফেয়ার জয় করা অভিনেত্রীর মৃত্যু
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ফিল্মফেয়ার পুরস্কার-জয়ী অভিনেত্রী ফারুক জাফর মারা গেছেন। শুক্রবার (১৫ অক্টোবর) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর।


‘গুলাবো সিতাবো’ ছবিতে অভিনয় করে পার্শ্ব চরিত্রে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি।


অভিনেত্রীর বড় মেয়ে মেহরু জাফর গণমাধ্যমকে জানান, তার মা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। পরিস্থিতি বেশি নাজুক হলে ৪ অক্টোবর ফারুক জাফরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। অক্সিজেন নিতে পারছিলেন না।


অবশেষে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


১৯৬৩ সালে ভারতীয় রেডিওতে রেডিও ঘোষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন ফারুক জাফর। তিনি ছিলেন ভারতের প্রথম রেডিও ঘোষক।


১৯৮১ সালে ক্ল্যাসিক ‘উমরাও জান’ দিয়ে পর্দায় অভিনয় শুরু করেন। সে ছবিতে রেখার মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। পরে তিনি কিছু টিভি শোতে অভিনয় করেন। ২০০৪ সালে শাহরুখের ‘স্বদেশ’ ছবিতেও অভিনয় করেছিলেন।


ফারুক জাফরের অভিনীত অন্যান্য ছবিরর মধ্যে আমির খান প্রযোজিত ‘পিপলি লাইভ’ ও ‘সিক্রেট সুপারস্টার’। ‘ফটোগ্রাফ’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর দাদির চরিত্রেও অভিনয় করেন। সালমান খানের দাদির চরিত্রে ছিলেন ‘সুলতান’ ছবিতে।


তার সর্বশেষ সিনেমা ‘গুলাবো সিতাবো’। সুজিত সরকার পরিচালিত ছবিটিতে অমিতাভ বচ্চনের স্ত্রী ফতিমা বেগমের চরিত্রে দেখা যায় তাকে।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com