শিরোনাম
শুভ জন্মদিন অপু বিশ্বাস
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৩:৪৬
শুভ জন্মদিন অপু বিশ্বাস
বিনোদন প্রতেবেদক
প্রিন্ট অ-অ+

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রাঙ্গনে তিনি অপু বিশ্বাস নামে পরিচিত হলেও, তার পুরো নাম অবন্তি বিশ্বাস অপু। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার সাতমাথা এলাকায় একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তিনি, অর্থাৎ আজ এই অভিনেত্রীর জন্মদিন। প্রতিবারই অনেকটা ঘরোয়াভাবে জন্মদিন পালন করেন তিনি। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই নিজেকে আড়াল রেখেছেন অপু।



জানা গেছে, দার্জিলিংয়ে বাসা ভাড়া নিয়ে থাকছেন তিনি। তবে চলতি বছরের শেষদিকেই চমক নিয়ে দেশে ফিরবেন নায়িকা। ইতিমধ্যে পরিচালক শামীম আহমেদ রনি তার ব্যবসা সফল চলচ্চিত্র ‘বসগিরি’র সিক্যুয়েল নির্মাণ করতে চলেছেন। শোনা যাচ্ছে সেখানে ঢালিউডের কিং খান শাকিবের বিপরীতে অপুর প্রত্যাবর্তন ঘটবে। যেহেতু শাকিব-অপু জুটি এ পর্যন্ত অনেক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। তাই দর্শকরাও তাদের একসাথে দেখায় অপেক্ষায় রয়েছেন।



অপু অভিনীত প্রথম ছবি আমজাদ হোসেনের পরিচালনায় ‘কাল সকালে’। ২০০৪ সালে এ ছবির মাধ্যমেই চলচ্চিত্রে পা রাখেন তিনি। তবে ছবিটি তাকে অতটা জনপ্রিয়তা এনে দিতে পারেনি। এরপর এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসা সফল হওবার পর অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন।



শীর্ষ নায়ক শাকিব খানের সাথে তার জুটি দর্শকদের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়। এই জুটির ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’ প্রভৃতি ছবিও সুপারহিট ব্যবসা করে। ধুম পড়ে যায় শাকিব-অপু জুটিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের। অপু বিশ্বাস অভিনীত ৫০টি ছবির মধ্যে ৪০টিতেই তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে।



এদিকে অপু অভিনীত বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি নির্মাণাধীন রয়েছে ‘পাঙ্কু জামাই’, ‘মা’, ‘মাই ডার্লিং’, ‘লাভ ২০১৬’ ছাড়াও আরো বেশ কিছু ছবি। কিন্তু অপুর অনুপস্থিতির কারণে এই ছবিগুলোর কাজ এখন আটকে আছে। মাঝপথে কাজ রেখে নায়িকার উধাও হওয়ায় প্রযোজকরাও এখন পড়েছেন বিপাকে! তাই সকলেই চাইছেন সব মান-অভিমান ভুলে আবারো চলচ্চিত্রে ফিরে আসুক এই চিত্রনায়িকা।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com