শিরোনাম
ক্ষমা চাইলেন ‘দঙ্গল’র জায়রা ওয়াসিম
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৭, ১০:৩৫
ক্ষমা চাইলেন ‘দঙ্গল’র জায়রা ওয়াসিম
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমির খানের ‘দঙ্গল’ ছবিতে গীতা কুমারীর ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে জায়রা ওয়াসিমকে। দঙ্গলে অভিনয় করার পর থেকেই জায়রা এখন বলিউডের চেনা মুখ। ভালো অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন তিনি। সেই ১৬ বছরের জায়রা সোশ্যাল মিডিয়াতে একটি খোলা চিঠির মাধ্যমে ক্ষমা চাইলেন।


কিন্তু কেন? জানা গেছে, ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করার পরই খ্যাতির চূড়ায় পৌঁছে যাওয়া জায়রা সম্প্রতি জম্মু ও কাস্মীরের মুখ্যমন্ত্রী মেহবুব মুফতির সঙ্গে সাক্ষাৎ করেন। কন্যা সন্তানদের শিক্ষা ও সুরক্ষা অন্য কিছুর থেকে কতটা জরুরি তা নিয়েই সেদিন কথা বলেন জায়রা। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সোশ্যাল মিডিয়াতে তাকে ট্রল করা হয়।


একটি রিপোর্টের খবর অনুযায়ী, জায়রার কিছু মন্তব্য সেদিন যথাযথ ছিল না। যার জন্যই এদিন সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেন জায়রা।



সোস্যাল মিডিয়াতে ওই খোলা চিঠিতে জায়রা লিখেছেন, ‘আমি জানি সম্প্রতি আমি কিছু মানুষের সাথে দেখা করায় ও কিছু কাজ করায় বহু মানুষ আমার উপর অসন্তুষ্ট। আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমার তাদের দুঃখ দেয়ার উদ্দেশ্য ছিল না। আমি চাই, তারা বুঝুক যে আমি তাদের অনুভূতিগুলো বুঝি।’


ইতিমধ্যে জায়রাকে অনেকেই অনুপ্রেরণা মনে করতে শুরু করেছেন। সেই প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমাকে কাশ্মীরের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু আমি চাই না যে, কেউ আমাকে অনুসরণ করুক বা আমায় কেউ নিজের অনুপ্রেরণা বলে মনে করুক। আমি যা করছি তার জন্য আমি গর্বিত নই। বিশেষ করে আমি চাই, নতুন প্রজন্মরা বুঝুক আসল অনুপ্রেরণারা আছেন সমাজে। আমাকে অনুপ্রেরণা মনে করলে তাদেরকে অসম্মান করা হবে।’


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com