শিরোনাম
৭৪ বছরে প্রথম মিস আয়ারল্যান্ড কৃষ্ণাঙ্গ নারী
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৮
৭৪ বছরে প্রথম মিস আয়ারল্যান্ড কৃষ্ণাঙ্গ নারী
সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

১৯৪৭ সাল থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে ‘মিস আয়ারল্যান্ড’ প্রতিযোগিতা। কিন্তু ৭৪ বছরে এই প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মিস আয়ারল্যান্ডের খেতাব জিতলেন পামেলা উবা।


২৬ বছর বয়সী পামেলা পেশায় একজন মেডিকেল সায়েন্টিস্ট। পামেলা বর্তমানে গ্যালওয়ের একটি হাসপাতালে কর্মরত আছেন। এর আগে তিনি মিস গ্যালওয়ে- ২০২০ এর খেতাব অর্জন করেন।


মিস আয়ারল্যান্ড খেতাব জেতার পর পামেলা বলেন, এটি আশ্চর্যজনক মনে হচ্ছে আমার। আমি কখনোই ভাবিনি যে আমি এ অবস্থানে থাকবো। এটি একটি অসাধারণ অনুভূতি। আমি এমন একজন হয়ে উঠলাম, যাকে দেখে কৃষ্ণাঙ্গ তরুণীরা বলবে, সে এটা করতে পারলে আমরাও পারবো।


আগামী বছর ক্যারিবিয়ানের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা তার পরবর্তী লক্ষ্য। পামেলা সাত বছর বয়সে তার মা ও তিন ভাইবোনের সাথে দক্ষিণ আফ্রিকা থেকে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে চলে যান।


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com