শিরোনাম
জয়ার ‘অলাতচক্র’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ
প্রকাশ : ০৭ মার্চ ২০২১, ১৩:৪০
জয়ার ‘অলাতচক্র’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের ইতিহাসে প্রথম থ্রিডি প্রযুক্তি সম্পন্ন সিনেমা হতে যাচ্ছে জয়া আহসানের ‘অলাতচক্র’। মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে মুক্তি পেতে চলেছে সরকারি অনুদানের এই ছবি। জয়া নিজেই সেই খবর নিশ্চিত করেছেন।


১৯৭১ আজো শিহরন জাগায় বাংলাদেশীদের মনে। সেই মুক্তিযুদ্ধ নিয়েই লেখা আহমদ ছফার বিখ্যাত উপন্যাস ‘অলাতচক্র’। ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত হয় উপন্যাসটি। এরপর সাড়া ফেলে সাহিত্য অনুরাগীদের মনে।


সেই বিখ্যাত উপন্যাস থেকেই থ্রিডিতে তৈরি হয়েছে ‘অলাতচক্র’। এখানে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা গাজী মাহতাব হাসান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই। অতিথি শিল্পী হিসেবে দেখা দেবেন ‘খাঁচা’র চলচ্চিত্র নির্মাতা আকরাম খান।


এ ছবিটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান। ছবির থ্রিডি চিত্রগ্রহণে ছিল মুম্বাইয়ের ‘স্কাই ওয়ার্ক স্টুডিও’। যারা রজনীকান্ত, অক্ষয়কুমারের ‘রোবট’, ‘২.০’-র চিত্রগ্রহণ করেছিলেন।


সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসবে এই ছবিটি।


জয়ার ‘অলাতচক্র’ সিনেমার টিজার...


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com