শিরোনাম
গুণী নাট্যকার রুদ্র মাহফুজের জন্মদিন সোমবার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ২৩:২৬
গুণী নাট্যকার রুদ্র মাহফুজের জন্মদিন সোমবার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

এই সময়ের দর্শক সমাদৃত তরুণ নাট্যকার ও সাংবাদিক রুদ্র মাহফুজের জন্মদিন ১০ অক্টোবর সোমবার। জন্মদিনটি সাদামাটাভাবেই কাটবে বলে জানান তিনি। যথারীতি তিনি জন্মদিনে তার অফিসেই ব্যস্ত সময় কাটাবেন।


জন্মদিন প্রসঙ্গে রুদ্র মাহফুজ বলেন, সত্যি বলতে কী কখনোই দিনটিকে বিশেষ আয়োজন করে কাটানোর পরিকল্পনা করা হয়না। সাধারণ একজন মানুষের মতো, সাধারণভাবেই কাটে দিনটি। তবে জীবনের বিশেষ এই দিনটিতে সবার দোয়া চাই যেন সুস্থ ভাবে বেঁচে থাকি। আর ভালো ভালো গল্পের নাটক দর্শককে উপহার দিতে পারি।


ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে অধ্যয়নকালেই টিভি নাটক লেখার প্রস্তাব পান রুদ্র মাহফুজ। পড়াশোনা ও সাংবাদিকতার কারণে টিভি নাটক লেখার তেমন একটা ইচ্ছা তার মনে জাগেনি। অবশেষে ২০১২-এর শেষের দিকে ঈদুল ফিতরে বিটিভির জন্য রুদ্র মাহফুজ লেখেন।


তার প্রথম টিভি নাটক ‘আত্মহনন ও অতঃপর’। এর কিছুদিন বিরতির পর লিখলেন ‘আজ শফিকের বিয়ে’, ‘কেন মিছে নক্ষত্ররা’, ‘চিঠি’, ‘ভালোবাসার কাছে ফেরা’, ‘তবুও ভালোবাসি’, ‘তৃষা’, ‘লাস্ট সামার’, ‘অপরাহ্ন’, ‘এক্সপ্রেশন অব লাভ’ ,‘ব্ল্যাক কফিসহ আরও বহু নাটক।


মাত্র তিন বছরেই রুদ্র মাহফুজ টিভি নাট্যকারদের মধ্যে এক পরিচিত নামে পরিণত হয়েছেন। তার লেখা একটি ধারাবাহিক প্রচারের অপেক্ষায় আছে। সেটি হচ্ছে- সাখাওয়াত মানিক পরিচালিত ‘মেঘে ঢাকা শহর’।


এছাড়া এটিএন বাংলায় প্রচার হচ্ছে বি ইউ শুভ পরিচালিত ‘লাইফ ইন এ মেট্রো’। এছাড়া রুদ্র মাহফুজ লিখছেন নতুন আরও একটি ধারাবাহিক। ‘সার্কেল’ শিরোনামের এ ধারাবাহিকটি নির্দেশনা দেবেন জিয়াউদ্দিন আলম।


নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে রুদ্র মাহফুজ জানান, পেশাগত কারণে খুব বেশি নাটক লেখা হয়ে ওঠে না। তাই মাঝে মাঝে নাটক লেখা হয়। এ বছর নাটক লেখার পাশাপাশি সিনেমার স্ক্রিপ্ট লিখব। ইতিমধ্যেই প্রস্তাব পেয়েছি। সবকিছু ঠিক থাকলে বাণিজ্যিক ঘরানার চিত্রনাট্য লেখতে বসবো শিগগিরই। পাশাপাশি এ বছরের শেষ সময়ে আরও একটি নতুন দীর্ঘ ধারাবাহিক লেখার প্রাথমিক কথা চূড়ান্ত হয়েছে।


রুদ্র মাহফুজ টিভি নাটক লিখলেও এখনও নিয়মিত মঞ্চ নাটকের সঙ্গে নিজেকে বিভিন্নভাবে সম্পৃক্ত রেখেছেন। বেশকিছু নাট্যদলের ওয়ার্কশপে ট্রেনার হিসেবে কাজ করেছেন। তার পরিকল্পনা আছে মঞ্চ নাটক লেখার। স্টাইল আইকন, লাক্স চ্যানেল আই সুপারস্টারের অভিনয় প্রশিক্ষক বাদেও সম্প্রতি ‘দ্য স্পাই’ চলচ্চিত্রের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় জাজ ও ট্রেনার হিসেবেও প্রসংশিত হয়েছেন।


আজকের ক্ষুদ্র এ অবস্থানে আসার পেছনে শিক্ষাগুরু অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের অবদান শ্রদ্ধার সঙ্গে সব সময় মনে করেন তিনি। কারণ তার সান্নিধ্যে আসতে না পারলে জীবনকেই নতুনভাবে বুঝতে পারতেন না বলে জানান এ সময়ের ব্যস্ত সাংবাদিক-নাট্যকার রুদ্র মাহফুজ। প্রিয় ছাত্রের জন্মদনি প্রসঙ্গে ইসরাফিল শাহীন বলেন, রুদ্র আমার খুব স্নেহের একজন ছাত্র। তাকে খুব পছন্দ করি। নাটক লেখাতেও তার বেশ সুনাম হয়েছে। তার সাফল্যে আমি আনন্দিত হই, খুশি হই। তার জন্মদিনে আমার অনেক অনেক ভালোবাসা ও দোয়া থাকলো। আর তার জন্য অনেক বড় একটি সুখবর অপেক্ষা করছে। সেটা নয় পরেই জানাবো সবাইকে।


উল্লেখ্য রুদ্র মাহফুজ বিগত বেশ কয়েক বছর যাবত পাঠকপ্রিয় ম্যাগাজিন ‘বিনোদন’র নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com