
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের পরবর্তী সিনেমা ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। এতে আলিয়ার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
এস হুসাইন জাইদির ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। এতে আলিয়াকে কামাথিপুরা পতিতালয়ের মালিক গাঙ্গুবাঈ চরিত্রে দেখা গেছে। অল্প বয়সী এক নারী কীভাবে সাহসিকতা দিয়ে কামাথিপুরায় নিজের রাজত্ব গড়ে তোলেন তা এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে।
টিজারে দেখা যায়, কিশোরী গাঙ্গু কীভাবে কামাথিপুরায় আসতে বাধ্য হন। পরবর্তী সময়ে মনের জোরে ও সাহসিকতায় সেখানকার মাফিয়া হয়ে ওঠেন। সিনেমায় আলিয়ার সংলাপ বলার ধরন ও অভিনয় ভক্তদের মুগ্ধ করেছে।চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। আগামী ৩০ জুলাই এটি মুক্তি পাবে।
ভিডিওটি দেখতে একানে ক্লিক করুন-
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]