শিরোনাম
‘এক পৃথিবী প্রেম’ নিয়ে আসছেন আইরিন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ২১:৫৬
‘এক পৃথিবী প্রেম’ নিয়ে আসছেন আইরিন
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

এখন পর্যন্ত চিত্রনায়িকা আইরিন অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ক্যারিয়ারের চতুর্থ সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন দর্শকপ্রিয় এই ঢালিউডকন্যা।


এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ সিনেমা নিয়ে একবছরেরও বেশি সময় পর দর্শকের সামনে উপস্থিত হবেন আইরিন। ‘এক পৃথিবী প্রেম’র আলো হয়ে আসছেন আইরিন।


আগামী ২১ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাচ্ছে আইরিনের অনবদ্য অভিনয়ের এই সিনেমাটি। এতে আইরিন অভিনয় করেছেন আলো চরিত্রে। একবছর পর নিজের অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে। আর এ নিয়ে এই মুহূর্তে দারুণ উচ্ছসিত আইরিন।


সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে আইরিন বলেন, এস এ হক অলিক ভাইয়ের নির্দেশনায় কাজ করে আমি অনেক অনেক খুশি। সিনেমাটির গল্প, স্টোরি লাইন আপ এবং সর্বোপরি সবার অভিনয়ে দর্শক মুগ্ধ হবেন। আমি একজন অনাথ মেয়ে আলোর চরিত্রে অভিনয় করেছি।


চরিত্রটি ফুটিয়ে তুলতে অলিক ভাই আমাকে খুব সহযোগিতা করেছেন। সবচেয়ে বড় কথা হলো সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী এবং শর্মিলী আহমেদের মতো জীবন্ত কিংবদন্তীদের সঙ্গে একই সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি আমি। এটা যে শিল্পী হিসেবে কতো বড় সৌভাগ্য আমার তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি অলিক ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ।


অলিক বলেন, আইরিন তার চরিত্রে এক কথায় শতভাগ অভিনয় করেছেন। দর্শক এই সিনেমায় নতুন এক আইরিনকে খুঁজে পাবেন। আমার আগের সিনেমাগুলোর চেয়েও আমি এক পৃথিবী প্রেম নিয়ে অনেক বেশি আশাবাদী।


সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। এদিকে আইরিন এরইমধ্যে শেষ করেছেন ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘বাষ্পজ্ঞান’, আকাশ আচার্য্যের ‘মায়াবিনী’, গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’, সাইফ চন্দনের ‘টার্গেট’ সিনেমার কাজ।


শেষ করেছেন প্রায় সত্তরভাগ কাজ সুস্ময় সুমনের ‘তোকে হেব্বি লাগছে’র কাজ। কিন্তু এখন নতুন একজন পরিচালক এই সিনেমাটির বাকি অংশ নির্মাণ করবেন, এমনটাই জানা যায় সিনেমাটির প্রযোজনা সূত্রে। আইরিন অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিলো দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’।


গতবছর মে মাসে মুক্তি পায় আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ এবং সর্বশেষ গত বছর ৯ অক্টোবর মুক্তি পায় সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com