
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে বিয়ে করতে চলেছেন তিনি। অনেকদিন থেকেই নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন তারা। এখন তাদের সম্পর্কটা পরবর্তী ধাপে নিতে চাইছেন।
সম্প্রতি অনিরুদ্ধের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান কীর্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। মূলত, এরপর থেকেই তাদের ঘিরে গুঞ্জন শুরু হয়।
যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কীর্তির বাবা সুরেশ কুমার। তিনি জানান, এই খবরের কোনো সত্যতা নেই। বর্তমানে সিনেমার কাজ নিয়েই ব্যস্ত তার মেয়ে। এই মুহূর্তে কীর্তির বিয়ের কোনো পরিকল্পনা নেই। এছাড়া তিনি প্রেমও করছেন না।
তবে কীর্তির বিয়ে নিয়ে গুঞ্জন এবারই প্রথম নয়। এর আগে গুঞ্জন ওঠে, এক ব্যবসায়ীকে বিয়ে করছেন এই অভিনেত্রী। যদিও এই গুঞ্জন অস্বীকার করেন কীর্তি।
গত বছর কীর্তি সুরেশ অভিনীত ‘পেঙ্গুইন’ ও ‘মিস ইন্ডিয়া’ সিনেমা দুটি মুক্তি পায়। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সিনেমাগুলো হলো: ‘গুড লাক সখী’, ‘রাঙ দে’, ‘বাঁশি’, ‘আনাত্তে’, ‘সারকারু বারি পাতা’ ইত্যাদি।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]