শিরোনাম
সময়ের আলোচিত তারকা মৌসুমী হামিদ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ২০:০০
সময়ের আলোচিত তারকা মৌসুমী হামিদ
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

গত দুই ঈদে মৌসুমী হামিদ অনেক নাটকে কাজ করেছেন। সমসাময়িক অনেক অভিনেত্রীদের মধ্যে মৌসুমী হামিদ বহু নাটকে কাজ করেছেন। যে ক’জন সর্বোচ্চ নাটকে অভিনয় করা শিল্পী আছেন তাদের মধ্যে মৌসুমী হামিদ অন্যতম। অনেকেই বলেন বহু নাটকে কাজ করলে অভিনয়ের মান থাকে না আবার অনেকেই বলেন শিল্পীরা অনেক সময় অর্থের বিষয় বিবেচনা রেখে অভিনয় করেন। বিস্তারিত জানাচ্ছেন অভি মঈনুদ্দীন।


গত ঈদে এবং তার আগের ঈদে অন্য অভিনেত্রীদের চেয়ে মৌসুমী হামিদ সর্বোচ্চ নাটকে অভিনয় করেছেন। বিষয়টি এমন নয় যে বহু নাটকে অভিনয় করাই তার লক্ষ্য ছিলো। কিন্তু তার কাছে ভালো ভালো গল্পের, ভালো ভালো চরিত্রে কাজ করার প্রস্তাব এসেছে। মৌসুমীর ভালো লেগেছে, তিনি তাতে অভিনয় করেছেন। ঈদে তার আলোচিত দর্শকপ্রিয় নাটকের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে সালাহ উদ্দিন লাভলুর ‘লাব মানে ভালোবাসা’ ও ‘ইতি মির্জাফর’, সুমন আনোয়ারের ‘আশার আলো’,‘অনামিকা’, অনিমেষ আইচের ‘অশ্বডিম্ব’, গোলাম মুক্তাদীর শানের ‘হট অ্যান্ড স্পাইসি’, আবু হায়ত মাহমুদের ‘হায়ারোগ্রিফিক্স’, ‘আর জে মুখলেস’, মেহেদী হাসান জনির ‘ব্রেক আপ টু’ ইত্যাদি। এসব নাটকে মৌসুমী হামিদের চরিত্রে যেমন ভিন্নতা ছিলো ঠিক তেমনি তার অভিনয়েও ছিলো প্রাণবন্ত উপস্থিতি।


খুলনার মেয়ে মৌসুমীর মিডিয়াতে আগমন ‘লাক্স চ্যানেল আই’ প্রতিযোগিতার মাধ্যমে। কিন্তু তিনি তার অভিনয়শৈলী দিয়ে জয় করে নিয়েছেন দর্শকের মন।


ঈদ এলে অনেক তারকার মাঝেই বহু নাটকে কাজ করার প্রবণতা কাজ করে। আপনার মাঝেও কী এমন বিষয় কাজ করে? এমন প্রশ্নের জবাবে মৌসুমী হামিদ বলেন,‘সত্যি বলতে কী এখন কিন্তু আমার পেশা অভিনয় করা। তাই ঘরে বসে থাকার মতো শিল্পী আমি নই। হ্যাঁ এটা সত্যি যে আমার বা আমাদের বিশ্রামের প্রযোজন হয়। একটি চরিত্র থেকে আরেকটি চরিত্রে প্রবেশ করতে হলে একটি বিরতি নিতে হয়। কিন্তু ঈদ এলে সেই বিরতি নেয়ার সময়টুকু থাকে না। সবাই ঈদে কাজ করতে চায়। নির্মাতা নিজের নাটক প্রচার করতে চান। প্রযোজক অর্থলগ্নি করেন বেশি লাভের আশায়। তাই শিল্পীদেরও বসে থাকার সুযোগ থাকে না। আমি বা আমরাতো আর জোর করে নাটক করতে পারবো না। যদি সিডিউল ফাঁকা থাকে তাহলেইতো কাজ করবো। ঈদেও সময় কোনো রকম প্রতিয়োগিতার মনোভাব নিয়ে কাজ করি না ।’


কিন্তু ঈদের সময় বেশি কাজ করলেও বেশি অর্থপ্রাপ্তিও ঘটে? ‘আমি কিন্তু আগেই বলেছি আমি শিল্পী, অভিনয় করাই আমার কাজ। আর অর্থ কার না প্রয়োজন আছে। তবে এমন নয় যে স্ক্রিপ্ট ভালো না কিন্তু অর্থের লোভে কাজ করছি। অর্থ পরিশ্রমের ফল। এটা আমি জানি। কাজ করলে পারিশ্রমিক পাবো এটাই স্বাভাবিক। কিন্তু কাজ করতে করতে নিজের যে অবস্থান তৈরি হয়েছে সেটাকে তো যা তা নাটকে কাজ করে নষ্ট করতে পারবো না। আমি সব সময়ই ভালো গল্পের দিকে মনোযোগ দেয়ার চেষ্টা করি এবং করবো। অর্থ কখনোই আমার চিন্তার বিষয় নয়। দর্শকের কাছে কীভাবে একজন মৌসুমী হামিদ হয়ে বেঁচে থাকা যায় আমার ভাবনা সেটাই।’


মৌসুমী হামিদ বর্তমানে ব্যস্ত রয়েছেন সুমন আনোয়ারের আলোচিত ধারাবাহিক নাটক ‘স্বর্ণলতা’ তে অভিনয় নিয়ে। পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করছেন।


বিবার্তা/অভি/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com