
সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় তামিল অভিনেতা ‘থালাপতি’ বিজয় ও বিজয় সেতুপতি অভিনীত সিনেমা ‘মাস্টার’। সিনেমাটি এরই মধ্যে ২০০ কোটি রুপির ক্লাবে পৌঁছেছে। দাপিয়ে বেড়াচ্ছে বক্সঅফিস। শুধু দক্ষিণে নয়, করোনা পরবর্তী নতুন স্বাভাবিকে ভারতজুড়ে সিনেমা হলগুলোতে দাপট দেখানো এটাই প্রথম সিনেমা।
করোনায় সাত মাস বন্ধ থাকা ভারতীয় বক্স অফিসের হতাশা অনেকটা মুছে দিয়েছে ‘মাস্টার’। মুক্তির প্রথম দিনে শুধু তামিল ভার্সনই আয় করে ২৫ কোটি রুপি। করোনার কারণে প্রেক্ষাগৃহগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র ৫০ শতাংশ দর্শকেই বাজিমাত করছে সিনেমাটি। যা অন্য যেকোনো সময়ের জন্য রেকর্ড, করোনার মধ্যেও এরকম দর্শক সাড়া অভাবনীয় ব্যাপার বলে মত দিয়েছেন ভারতের চলচ্চিত্র বোদ্ধারা।
এবার শোনা যাচ্ছে, তুমুল জনপ্রিয়তা পাওয়া এ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে আসবে। বড়সড় অঙ্কে এ সিনেমার স্ট্রিমিং স্বত্ব বিক্রি হচ্ছে। শিগগিরই মুক্তির তারিখের ঘোষণা আসতে পারে।
এক্সবি ফিল্ম ক্রিয়েটরস-এর প্রযোজনায় ‘মাস্টার’ তামিল-তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কানাগারাজ। ছবিতে দুই বিজয় ছাড়া আরো অভিনয় করেছেন মালবিকা মোহন, অর্জুন দাস, আন্দ্রেয়া জেরেমিয়াহ, শান্তনু ভাগ্যরাজ প্রমুখ।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]