শিরোনাম
জমকালো আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ২০:২২
জমকালো আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

জমকালো আয়োজনে প্রদান করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯। রবিবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার দেয়া হয়।


এবার‘ন ডরাই’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এবারই প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন সুনেরাহ বিনতে কামাল। আনন্দে ভাসছেন শিশু শিল্পী আফরিনও। গানে গানে মন জিতেছেন মমতাজ। জাতীয় পুরস্কারে এবার হ্যাটট্রিক করেছেন জনপ্রিয় এই শিল্পী। তার ভাষায়, শিল্পী হিসেবে আমার জন্য অনেক বড় পাওয়া। তৃতীয়বারের মতো পুরস্কার পেলাম।


বহুমাত্রিক চরিত্রায়নে বরাবরই সাফল্য দেখিয়েছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু। চলচ্চিত্র অভিনেতা ও মুক্তিযোদ্ধা সোহেল রানা এবং জনপ্রিয় অভিনেত্রী সুচন্দাকে আজীবন সম্মাননা জানানো হয় ।


যাঁরা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯


আজীবন সম্মাননা (যুগ্ম) : বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা) ও অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা।


শ্রেষ্ঠ চলচ্চিত্র (যুগ্ম) : ন ডরাই ও ফাগুন হাওয়ায়।


শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : নারী জীবন।


শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : যা ছিল অন্ধকারে।


শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : তানিম রহমান অংশু (ন ডরাই)।


শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে : তারিক আনাম খান (আবার বসন্ত)।


শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : সুনেরাহ বিনতে কামাল (ন ডরাই)।


শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্বচরিত্রে : এম ফজলুর রহমান বাবু (ফাগুন হাওয়ায়)।


শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্বচরিত্রে : নারগিস আক্তার (হোসনে আরা) (মায়া দ্য লস্ট মাদার)।


শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : জাহিদ হাসান (সাপলুডু)।


শ্রেষ্ঠ শিশুশিল্পী (যুগ্ম) : নাইমুর রহমান আপন (কালো মেঘের ভেলা) ও আফরীন আক্তার (যদি একদিন)।


শ্রেষ্ঠ সংগীত পরিচালক : মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন (মায়া দ্য লস্ট মাদার)।


শ্রেষ্ঠ নৃত্য পরিচালক : হাবিবুর রহমান (মনের মতো মানুষ পাইলাম না)।


শ্রেষ্ঠ গায়ক : মৃণাল কান্তি দাস (তুমি চাইয়া দেখো...) (শাটল ট্রেন)।


শ্রেষ্ঠ গায়িকা (যুগ্ম) : মমতাজ বেগম (বাড়ির ওই পূর্বধারে...) (মায়া দ্য লস্ট মাদার) ও ফাতিমা-তুয-যাহরা ঐশী (মায়া, মায়া রে...) (মায়া দ্য লস্ট মাদার)।


শ্রেষ্ঠ গীতিকার (যুগ্ম) : নির্মলেন্দু গুণ (ইস্টিশনে জন্ম আমার...) (কালো মেঘের ভেলা) ও ড. কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী) (চল হে বন্ধু চল...) (মায়া দ্য লস্ট মাদার)।


শ্রেষ্ঠ সুরকার (যুগ্ম) : প্লাবন কোরেশী (আব্দুল কাদির) (বাড়ির ওই পূর্বধারে...) ও সৈয়দ মো. তানভীর তারেক (আমার মায়ের আঁচল...) (মায়া দ্য লস্ট মাদার)।


শ্রেষ্ঠ কাহিনীকার : মাসুদ পথিক (মাসুদ রানা) (মায়া দ্য লস্ট মাদার)।


শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : মাহবুব উর রহমান (ন ডরাই)।


শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : জাকির হোসেন রাজু (মনের মতো মানুষ পাইলাম না)।


শ্রেষ্ঠ সম্পাদক : জুনায়েদ আহমদ হালিম (মায়া দ্য লস্ট মাদার)।


শ্রেষ্ঠ শিল্পনির্দেশক (যুগ্ম) : মোহাম্মদ রহমত উল্লাহ বাসু ও মো. ফরিদ আহমেদ (মনের মতো মানুষ পাইলাম না)।


শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : সুমন কুমার সরকার (ন ডরাই)।


শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রিপন নাথ (ন ডরাই)।


শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : খোন্দকার সাজিয়া আফরিন (ফাগুন হাওয়ায়)।


শ্রেষ্ঠ মেকআপম্যান : মো. রাজু (মায়া দ্য লস্ট মাদার)।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com