শিরোনাম
গানে ফিরছেন রিজিয়া পারভীন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৭:০৮
গানে ফিরছেন রিজিয়া পারভীন
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একটা লম্বা সময়ের জটিলতা কাটিয়ে অডিও বাজারের অবস্থা ভালোর দিকে এসেছে। সংগীত সংশ্লিষ্টরা আবার নিয়মিতভাবে কাজ শুরু করছেন। দীর্ঘ সময় পর অনেক শিল্পী আবার অ্যালবাম প্রকাশে উদ্যোগী হয়ে উঠছেন। পাশাপাশি অনেক প্রযোজনা প্রতিষ্ঠানও অ্যালবামের পৃষ্ঠপোষকতা করছেন। রিজিয়া পারভীন আবারো নতুন আঙ্গিকে অডিও গানে ফিরছেন।


কিছু দিনের মধ্যেই তিনি নতুন একক অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন। এই অ্যালবামে তিনি ছয়টি গান রাখার পরিকল্পনা করেছেন। এর মধ্যে চারটি তার একক কণ্ঠের গান থাকবে। বাকি দুটি গান তিনি দ্বৈতকণ্ঠে করবেন বলে জানিয়েছেন। তবে দুটি দ্বৈতগানে তার সাথে কারা কণ্ঠ দেবেন এ সম্পর্কে তিনি এখনই কিছু বলতে চান না।


এছাড়া কিছুদিনের মধ্যে কয়েকজন সিনিয়র শিল্পীর সাথে বিভিন্ন মিক্সড অ্যালবামে গান করবেন বলেও জানিয়েছেন তিনি।


এদিকে, মাস ছয়েক আগে রিজিয়া অডিও গান প্রকাশ করবেন না বলে জানিয়েছিলেন। কারণ অডিও শিল্পের দীর্ঘদিনের নড়বড়ে অবস্থা, বিভিন্ন সংকট, স্থবিরতা ও পাইরেসির কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন। পাশাপাশি দীর্ঘদিন গান থেকে শিল্পীদের প্রাপ্য সম্মানী একেবারেই দেয়া হচ্ছিল না। অন্যদিকে, অ্যালবাম প্রকাশে অডিও কোম্পানিগুলোও এতটা আগ্রহ দেখাচ্ছিল না।


কিন্তু বর্তমানে অডিও বাজারের অবস্থা ইতিবাচক হওয়ায় সিদ্ধান্ত পাল্টিয়েছেন তিনি। এখন থেকে তিনি নিজের গায়কীর নিজস্বতা বজায় রেখে ধারাবাহিকভাবে গান প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন।


এ প্রসঙ্গে রিজিয়া পারভীন বলেন, ‘একটা লম্বা সময়ের জটিলতা কাটিয়ে অডিও বাজারের অবস্থা ভালোর দিকে এসেছে। সংগীত সংশ্লিষ্টরা আবার নিয়মিতভাবে কাজ শুরু করছেন। দীর্ঘ সময় পর অনেক শিল্পী আবার অ্যালবাম প্রকাশে উদ্যোগী হয়ে উঠছেন। এই ইতিবাচক দিকগুলো বিবেচনা করেই অডিও গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। নতুন করে ভালো কিছু গান করার ইচ্ছে আছে। তবে কাজ শুরুর আগে এর বেশি কিছু বলতে চাইছি না।’


এদিকে, রিজিয়া পারভীন গেল ভালোবাসা দিবসে সর্বশেষ একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করে ছিলেন। এ গানটির কথা হচ্ছে- ‘আধেক নামে ডাক আমায়, আধেক মনে রাখ’। এর কথা লিখেছেন ইব্রাহিম ফাতেমী। আর সংগীতায়োজন করেছেন ইবরার টিপু।


উল্লেখ্য, রিজিয়া পারভীন দীর্ঘ ১৫ বছর পর সর্বশেষ গত বছর পলাশের সাথে ‘বলবো তোকে ভালোবাসি’ শিরোনামে একটি দ্বৈত অ্যালবাম প্রকাশ করেন। আটটি মৌলিক গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছিল। এর সবগুলো গানে তার সাথে দ্বৈতভাবে পলাশ কণ্ঠ দিয়েছেন। এ গানগুলোর কথা ও সুর করেছেন শামীম মাহমুদ। সংগীতায়োজনে ছিলেন সোহেল আজিজ। এর বেশ কিছু গান শ্রোতামহলে প্রশংসিত হয়েছিল।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com