
টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা বিয়ের ঘোষণা দিয়েছেন।সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী মধুরিমাকে বিয়ে করেছেন কলকাতার আরেক জনপ্রিয় নায়ক অনির্বাণ চ্যাটার্জি। বন্ধুর শুভক্ষণে শুভাশিস জানাতে গিয়ে টুইট করেছেন অঙ্কুশ।
রবিবার (২৯ নভেম্বর) টুইটারে অঙ্কুশ লিখেছেন, তোমাকে দেখে আমি ঠিক করলাম, আমিও সেরে ফেলি। শিগগিরই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়াল লাইফের মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো।
অঙ্কুশের দীর্ঘদিনের প্রেম তার বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে। তাকেই বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক মিডিয়া। আর এটি ঘটতে যাচ্ছে দ্রুতই।
অঙ্কুশ অনির্বাণকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নেহাতই মজা করে নিজের বিয়ের কথা বলেছেন, নাকি তিনি সত্যিই নতুন বছরে ঐন্দ্রিলার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন, সে উত্তর অবশ্য অঙ্কুশ-ঐন্দ্রিলাই দিতে পারবেন। অঙ্কুশের এই পোস্টে অনুরাগীরা বিভিন্ন কমেন্ট করেছেন।
প্রেমিকার সঙ্গে সম্পর্কের বয়স দীর্ঘদিন হলেও কখনও সিনে পর্দা ভাগাভাগি করা হয়নি নায়কের। এবার সেটিও হবে। প্রথমবারের মতো অঙ্কুশ-ঐন্দ্রিলাকে একসঙ্গে দেখা যাবে রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’ ছবিতে। বড়দিনে মুক্তি পেতে চলেছে এ ছবির ট্রেলার।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]