
বাংলাদেশী সিনেমায় কাজের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন টলিউডের আলোচিত চিত্রনায়িকা কৌশানী মুখার্জি।
তিনি বলেন, বাংলাদেশে কাজের পরিকল্পনা আছে, কথাও হয়েছে। কিন্তু এখনো কিছু কনফার্ম হয়নি। বাংলাদেশ থেকে এর আগেও আমাকে ফোন করা হয়েছে। আমি পুরোপুরি কনফার্ম হয়ে বিস্তারিত জানাবো।
কৌশানী ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মধ্যদিয়ে ২০১৫ সালে অভিনয় জগতে পা রাখেন। এরপর নায়ক বনি সেনগুপ্তের সঙ্গেই জুটি হয়ে করেছেন চারটি সিনেমা। এছাড়া দেব এবং সোহমের বিপরীতেও দেখা গেছে তাকে।
শোনা যাচ্ছে, ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এ নায়িকা। শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
শাকিব খানের বিপরীতে কৌশানীর কাজ করার খবরটি গুঞ্জন নাকি সত্যি সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে আরো কিছু দিন। তবে, নতুন কাজে ফিরতে চাচ্ছেন ঢালিউড ভাইজান। আর শাকিব-কৌশানী জুটি নিয়ে এরই মধ্যে আলোচনা চলছে সর্বত্র।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]