শিরোনাম
বিশ্বখ্যাত কার্নিভ্যাল স্থগিত করলো ব্রাজিল
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৯
বিশ্বখ্যাত কার্নিভ্যাল স্থগিত করলো ব্রাজিল
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আলো ঝলমলে কার্নিভ্যালে প্রতিবছর উজ্জ্বল হয়ে ওঠে ব্রাজিলের রিও ডি জেনিরো শহর। রাতভর চলে ঐতিহ্যবাহী সাম্বা নাচ। এ আয়োজন দেখতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্রপাড়ের শহরটিতে হাজির হন লাখ লাখ পর্যটক। তবে এবার সেই আনন্দ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। ব্রাজিলে অতিরিক্তি করোনা সংক্রমণের কারণে আগামী ফেব্রুয়ারিতে কার্নিভ্যাল প্যারেড স্থগিত করেছেন আয়োজকরা।


প্রতিবছর রিও শহরে কার্নিভ্যালের আয়োজন করে ইন্ডিপেন্ডেন্ট লিগ অব রিও ডি জেনিরো সাম্বা স্কুলস (লাইসা)। বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি জর্জি কাস্তানহেরা বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই অনুষ্ঠান স্থগিত করতেই হবে। ভ্যাকসিন না থাকলে কার্নিভ্যাল আয়োজন কঠিন। পর্যাপ্ত সুরক্ষা ছাড়া কার্নিভ্যাল হওয়ার কোনও উপায় নেই।


তবে লাইসার এ ঘোষণা শুধু তাদের অধীনে থাকা ১৩টি সাম্বা স্কুলের জন্যই প্রযোজ্য। সাম্বা নাচ ছাড়াও কার্নিভ্যালে আরও অনেক ধরনের অনুষ্ঠান হয়। সেগুলো নিষিদ্ধের বিষয়ে এখনও কিছু জানায়নি রিও কর্তৃপক্ষ।


বিশ্বের মধ্যে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। এর মধ্যে আবার দেশটির দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত শহরই হচ্ছে রিও ডি জেনিরো। এ অবস্থায় লাখো মানুষের সমাগমে কার্নিভ্যাল আয়োজন করলে অনেক বড় ঝুঁকি তৈরি হতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


প্রাণঘাতী করোনায় ব্রাজিলে মারা গেছে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ এবং আক্রান্ত হয়েছে ৪৫ লাখের বেশি।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com