শিরোনাম
করোনায় কবি রাহাত ইন্দোরির মৃত্যু
প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১৩:৩১
করোনায় কবি রাহাত ইন্দোরির মৃত্যু
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘মুন্নাভাই এমবিবিএস’ সিনেমার টাইটেল গানের গীতিকার ও বিখ্যাত কবি রাহাত ইন্দোরি। তার মৃত্যুতে ভারতীয় সাহিত্য জগত ও বলিউডে শোক নেমেছে।


শুধু উর্দু ভাষার কবি কিংবা বলিউডের গীতিকার হিসেবেই নয়, চিত্রশিল্পী হিসেবেও গোটা বিশ্বে পরিচিতি ছিল রাহাত ইন্দোরির। নির্ভীক, প্রতিবাদী স্বর বলতে দেশের যে কয়েকজন মানুষকে ভাবতো ভারত তাদের মধ্যে অন্যতম ছিলেন রাহাত ইন্দোরি।


করোনায় আক্রান্ত হওয়ার পরে তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন সেই খবর। সেইসঙ্গে জানিয়ে দিয়েছিলেন, ‘শারীরিক অবস্থা জানতে আমার পরিবারকে ফোন করার দরকার নেই। আমি নিজেই জানাব তা।’


কিন্তু সে সুযোগ আর পাননি। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় থেমে গেল তার হৃদযন্ত্র। বিকেল সাড়ে পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।


সহজ ভাষায় কবিতা লিখতে ভালোবাসতেন রাহাত ইন্দোরি। সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে তুমুল জনপ্রিয় ছিলো তার কবিতা ও শের শায়রী।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com