শিরোনাম
ডেইজি আহমেদের জন্মদিন কাল
অভি মঈনুদ্দীন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১৮:৩১
ডেইজি আহমেদের জন্মদিন কাল
প্রিন্ট অ-অ+

ডেইজি আহমেদ। একাধারে একজন রবীন্দ্র সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী। নিজের প্রচারে কোনো দিনই তার মনোনিবেশ ছিলো না। যে কারণে আজীবন গান গেয়েছেন, অভিনয় করেছেন আর সংসার নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন।


পত্রিকার পাতায় নিজের খবর প্রকাশের বিষয়টি নিয়ে কখনোই তার আগ্রহ ছিলো না। গুণী এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্মদিন ৯ অক্টোবর, রবিবার। তবে জন্মদিন উপলক্ষে করছেন না কোনো বিশেষ আয়োজন।


ডেইজি আহমেদ বলেন, এখন আর সেই সময় কী আছে, আমাদের জন্মদিন উদ্যাপন করার! নেই, তাই নীরবে নির্ভৃতেই জন্মদিনটি পার করবো ভাবছি। তবে পরিবারের সদস্যরা কিছু করলেও করতে পারে। জানি না আমি তেমন কিছুই। তবে জন্মদিন এলে বুলবুলকে খুব মিসকরি। কারণ আমার প্রতিটি জন্মদিনেই তার কোনো না কোন সারপ্রাইজ থাকতো।


ডেইজি আহমেদ নিজেই নিজের পরিচয়ে অনেক উঁচু মাপের। কিন্তু তারপরও দুটি বিশেষ পরিচয়ের কথা তার নামের সাথে সম্পৃক্ত না করলে যেন কিছু একটা বাকিই রয়ে যায়। দেশীয় চলচ্চিত্রের ‘মহানায়ক’খ্যাত বুলবুল আহমেদের সহধর্মিণী তিনি। আমাদের মিডিয়া অঙ্গনে খুব শান্তশিষ্ট চুপচাপ স্বভাবের নিতান্তই ভদ্র এবং বিনয়ী একজন শিল্পী হিসেবে খ্যাত ঐন্দ্রিলার মাও তিনি।


এই দুটি পরিচয় দেবার কারণ একটাই, কিছু মানুষ থাকেন যারা কাজ করে যান নীরবে নিভৃতে। তাদের কথা মানুষ জানেন খুব কম। ডেইজি আহমেদের অনেক ছাড়ের কারণেই হয়তো বুলবুল আহমেদ ব্যস্ত থাকতে পেরেছিলেন তার সিনেমা দুনিয়া নিয়ে। আর সংসার দুনিয়ায় এক ছেলে শুভ এবং দুই মেয়ে তিলোত্তমা, ঐন্দ্রিলাকে নিয়েই কেটেছে ডেইজি আহমেদের সময়।


তাই স্বামীর তারকাখ্যাতির দিকে তাকিয়ে নিজের দিকে তাকানোর সময় পাননি ডেইজি আহমেদ। ছোটবেলা থেকে ডেইজি আহমেদ গানের সাথে সম্পৃক্ত। স্বামী, সংসার, সন্তান নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছেন বেশি। আর তাই দীর্ঘ এই পথচলায় মাত্র একটি রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম প্রকাশ করতে পেরেছিলেন ডেইজি আহমেদ।


অ্যালবামের নাম ‘তোমার রাগে অনুরাগী’। ১৯৯৬ সালে এটি কমিটমেন্ট প্রোডাকশন থেকে বাজারে এসেছিলো। এর সঙ্গীত পরিচালনা করেছিলেন সাদী মহম্মদ। বুলবুল ললিতকলা একাডেমি থেকে রবীন্দ্র সঙ্গীতের কোর্স শেষ করেছিলেন ডেইজি আহমেদ, পাপিয়া সারোয়ার এবং কাদেরী কিবরিয়া একই সঙ্গে।


পরীক্ষায় ডেইজি আহমেদই সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন। পরবর্তীতে ডেইজি আহমেদ ‘সঙ্গীত ভবন’ থেকেও রবীন্দ্র সঙ্গীতে তালিম নিয়েছিলেন। বি বাড়িয়ার মেয়ে ডেইজি আহমেদের আসল নাম ফৌজিয়া আহমেদ ডেইজি। সাংস্কৃতিক অঙ্গনে সাথে যুক্ত হবার কারণে নাম হয়ে যায় ডেইজি আহমেদ। তার বাবা আব্দুল আউয়াল ও মা লতিফা আউয়াল। তিন ভাই তিন বোনের মধ্যে তিনি তৃতীয়। পরিবারের সবাই তাকে খুকু নামেই ডাকেন এখনো।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com