শিরোনাম
এখনো যাকে খুঁজে বেড়ান মৌসুমী
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১৭:৫৩
এখনো যাকে খুঁজে বেড়ান মৌসুমী
ছবি: শেখ মেহেদী মুরশেদ
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বহুবছর আগের কথাই আবেগে বলে ফেললেন চিত্রনায়িকা মৌসুমী। মনের অজান্তেই সেই মানুষটিকে এখনো খুঁজে বেড়ান তিনি। কিন্তু কে সেই মানুষ! যাকে এখনো খুঁজে বেড়ান জনপ্রিয় এই অভিনেত্রী। বিস্তারিত জানাচ্ছেন অভি মঈনুদ্দীন।


গেলো সপ্তাহে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে মৌসুমী তার নতুন সিনেমা ‘হারজিৎ’ -এর কাজ শুরু করেছেন। এটি নির্মাণ করছেন বদিউল আলম খোকন। এতে মৌসুমীর বিপরীতে আছেন তার স্বামী চিত্রনায়ক ওমরসানী।


এর আগে প্রয়াত নায়ক মান্নার বিপরীতে খোকনের নির্দেশনায় ‘রুস্তম’ সিনেমাতে অভিনয় করেছিলেন মৌসুমী। এরপর খোকনের নির্দেশনায় আর কোনো সিনেমাতে অভিনয় করেননি মৌসুমী। বহুবছর পর নানান পরিকল্পনার পর মৌসুমী অভিনয় করছেন ‘হারজিৎ’ সিনেমায়।


তাই বেশ ভালোলাগা নিয়েই সিনেমার গল্প, তার চরিত্রের প্রতি ভালোলাগার কথা বললেন নায়িকা। কিন্তু গল্পে গল্পে মৌসুমী হঠাৎ করেই ফিরে যান তার অতীত জীবনে, ঠিক তখনই যেন আবিষ্কার করি অন্য এক মৌসুমীকে। শুটিংস্পটের মেকাপরুমে বসে বিবার্তার কাছে তুলে ধরেছেন তার মনের গহীন কোণের অনেক কথাই।



আর সেসব কথা থেকেই জানা যায়, ‘আনা’কে আজও মনে মনে খুঁজে বেড়ান তিনি। হয়তো আনাকে কাছে পেলে বুকে জড়িয়ে নিয়ে কেঁদেও ফেলতে পারেন মৌসুমী। তবে কে সেই আনা! আনা হচ্ছেন মৌসুমীর গৃহশিক্ষিকা। মৌসুমী যখন রাজধানীর উইলসলিটল ফ্লাওয়ার স্কুলে পড়তেন সেই সময়ে আনা মৌসুমীকে বাসায় এসে পড়াতেন।


আনা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। কিন্তু পরবর্তীতে সময়ের পরিপ্রেক্ষিতে আনার সাথে মৌসুমীর পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। হয়তো প্রতিটি মানুষের জীবনেই এমন কিছু মানুষ থাকেন যাকে মনের অজান্তেই মানুষ খুঁজে বেড়ান। ‘আনা’ হচ্ছেন সেই প্রিয় মানুষ যাকে মৌসুমী এখনো খুঁজে বেড়ান।


মৌসুমী বলেন, ‘আনা ম্যাডামকে খুব মিস করি। আমি পড়াশুনায়ে বেশ ফাঁকিবাজ ছিলাম। কিন্তু আনা ম্যাডাম আমাকে ঠিকই ভালোভাবে পড়াতেন, আমাকে খুব স্নেহ করতেন, আদর করতেন। তার সেই স্নেহ মায়া আজও ভীষণ মিস করি। কতোটা বছর হয়ে গেলো তাকে দেখি না। জানিও না তিনি কোথায় আছেন, কী করছেন। তবে আমার বিশ্বাস বেঁচে থাকলে অবশ্যই তার সাথে দেখা হবে। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন।’


শিক্ষকের প্রতি এমন ভালোবাসা মৌসুমীর উদার মনেরই পরিচয় বহন করে। মৌসুমী তার অভিনয় দিয়েই শুধু নয়, তার ভালো ব্যবহার দিয়েও জয় করে নিয়েছেন সবার হৃদয়। প্রায় একই সময়ে চলচ্চিত্রে পথচলা শুরু হওয়া অন্য অনেকের চেয়ে জীবনের নানা বাঁকে সফল মৌসুমী। নায়িকা হয়ে আজও অভিনয় করছেন।


অথচ ২৩ বছর আগে শুরু হয়েছিলো তার নায়িকা জীবন। আজও সেই শুরুর দিকের ঐশ্বর্য নিয়েই তার নিজস্ব অবস্থানে অটুট আছেন। মৌসুমী তার সিনেমা জীবনে যেমন সফল, ব্যক্তি জীবনেও সফল। স্বামী হিসেবে পেয়েছেন একজন বন্ধুবৎসল মানুষ। স্বামী ওমরসানী, দুই সন্তান ফারদিন ও ফাইজাহ নিয়েই তারসুখের পৃথিবী। আর এর বাইরে রয়েছে তার কোটি কোটি ভক্ত। সেইসব ভক্তদের মধ্যে নামে মাত্রই দেখা হয়েছে কারো কারো সাথে।


মৌসুমী স্বীকার করেন এ দেশের কোটি কোটি ভক্ত দর্শকের ভালোবাসায় তিনি মুগ্ধ, ধন্য, পরিপূর্ণ। তাদের ভালোবাসাই তার পথচলার পাথেয়। মৌসুমী অভিনীত প্রথম চলচ্চিত্র ছিলো সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। এতে তার বিপরীতে ছিলেন সালমান শাহ। মৌসুমী নির্দেশিত প্রথম চলচ্চিত্র ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। ইতিমধ্যে তিনি তার নির্দেশিত ‘শূন্য হৃদয়’ সিনেমার কাজও শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com