
জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে জ্বর নিয়ে নিয়ে ভর্তির পর তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সোমবার তার করোনা পজিটিভি রিপোর্ট আসে।
সেলিম মঙ্গলবার জানান, তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি ঘটেছে। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৮৯ সালে ‘কবিতার মতো চোখ যে তোমার’ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করেন সেলিম চৌধুরী।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে সাংস্কৃতিক পরিবারে জন্ম নেয়া সেলিম সংগীতের ক্যারিয়ারজুড়ে রাধারমণ দত্ত, হাসন রাজা, শাহ আবদুল করিমের গান গেয়ে শ্রোতাদের মাঝে পরিচিত পেয়েছেন।
১৯৯৪ সালের দিকে হুমায়ূন আহমেদে একটি নাটকে রাধারমণ দত্তের ‘আইজ পাশা খেলব রে শ্যাম’ গান গেয়ে দর্শকদের মাঝে সাড়া ফেলে দেন তিনি। এর পর আর পিছু তাকাতে হয়নি।
হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন তিনি।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]