শিরোনাম
করোনায় জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন স্থগিত
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১২:৫৪
করোনায় জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন স্থগিত
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বব্যাপী চলমান করোনা পরিস্থিতির কারণে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন স্থগিত করা হয়েছে। ২০১২ সালের ৩ এপ্রিল থেকে টানা আট বছর ধরে নিয়মিত পালিত হয়ে আসছে জাতীয় চলচ্চিত্র দিবস।


চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, পরিস্থিতি স্বাভাবিক হলেই পরবর্তীতে নির্দিষ্ট একটা সময় দিবসটি উদযাপন করা হবে।


তিনি বলেন, আয়োজন ছাড়াই অতি সাধারণভাবে দিবসটি পালনের ইচ্ছে ছিল, ঐতিহ্য ধরে রাখার জন্য। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে আপাতত সব ধরনের আয়োজন বন্ধ রাখতে বলা হয়েছে। তাই আজ (৩ এপ্রিল) আর নিয়ম রক্ষাও হচ্ছে না। পরবর্তীতে দিবসটি পালনের ইচ্ছে আছে।


জাতীয় চলচ্চিত্র দিবসকে ঘিরে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন সপ্তাহ-তিনেক আগে থেকে নানা প্রস্তুতি শুরু করলেও এবার সেটি আর হলো না। এখন সবার একটাই প্রত্যাশা- পরিস্থিতি স্বাভাবিক হোক।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com