শিরোনাম
হলিউডের সিনেমার পরামর্শক বাংলাদেশী ওয়াহিদ
প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১৪:৩৮
হলিউডের সিনেমার পরামর্শক বাংলাদেশী ওয়াহিদ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

হলিউডের ‘এক্সট্র্যাকশন’ সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাকে কেন্দ্র করে। আগামী ২৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এই সিনেমাটিতে পরামর্শক হিসেবে কাজ করেছেন বাংলাদেশের আলোচিত অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজে এমন তথ্য জানfন।


ওয়াহিদ জানান, কিছু দিন আগে আপনাদের জানিয়েছিলাম, নেটফ্লিক্সের একটি মুভিতে কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। এটিই সেটি। যেহেতু আজ পোস্টার এলো, তাই ভাবলাম এখনই বিষয়টি শেয়ার করি। প্রায় তিন বছর ফিচার ফিল্মে ভিএফএক্স এর সাথে সরাসরি যুক্ত না থেকেও কি করে কি করে যেন আমি এই মুভিতে কাজ করে ফেলি। কি করেছি, কিভাবে করেছি, কি করে কাজ পেলাম, ইত্যাদি ইত্যাদি? ট্রেইলার রিলিজের পর জানাবো।


‘এক্সট্র্যাকশন’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। এছাড়া আরো অভিনয় করেছেন ডেভিড হারবার, ডেরেক লুকে, পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদাসহ অনেকেই। হলিউডের জো রুশো ও অ্যান্থনি রুশোর প্রযোজনায় সিমেমাটি পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ।


ওয়াহিদ ইবনে রেজা পড়ালেখা এবং কাজের সুবাদে থাকেন নর্থ আমেরিকাতে। তিনি হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ভিজুয়াল ইফেক্টস ও এনিমেশনে প্রোডাকশন ম্যানেজমেন্টে কাজ করেন। সর্বশেষ ওয়াহিদ কাজ করেছেন হলিউডের বিখ্যাত ‌‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’ সিনেমার ভিজ্যুয়াল ইফেক্টস টিমে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com