শিরোনাম
বিটিভিতে ভাষা দিবসের নাটক ‘ভাষা’
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৭
বিটিভিতে ভাষা দিবসের নাটক ‘ভাষা’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রচারিত হবে ভাষা দিবসের নাটক ‘ভাষা’। এটি রচনা করেছেন সৈয়দ মনজুরুল ইসলাম। শাহ্ জামান’র প্রযোজনায় এটি পরিচালনা করেছেন হিমেল ইসহাক।


বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে নাটক ‘ভাষা’। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিথর মাহবুব ও তাহমিনা সুলতানা মৌ।


নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- হাসান ইমাম, হাফিজু রহমান সূরুজ, মনির আহমেদ শাকিল, আহসান হাবিব নাসিম, দোলন দে, শানারাই দেবী শানু, সূচনা সশকদার, তপন, শিশু শিল্পী তুর্জ’সহ অনেকে।


নাটকের একটি অংশে নিথর মাহবুবের মূকাভিনয়ও রয়েছে। এ নাটক প্রসঙ্গে নিথর মাহবুব বলেন, ফেব্রুয়ারি মাস আসার পর থেকে একের পর এক মঞ্চে শো করে যাচ্ছি। সামনেও আরও শো আছে। নাটকের পরিচালক হিমেল ইসহাক ভাই কাজটির জন্য যে দুই দিন আমার কাছে চেয়েছিলেন, সেই দুই দিন আমার অন্য কাজে যুক্ত থাকার কথা ছিল। বিটিভির কাজ এবং নাটকে মূকাভিনয় আছে বলেই সময় বের করে কাজটি করা।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com