শিরোনাম
হিন্দু-মুসলিম বিতর্ক নিয়ে মুখ খুলেছেন শাহরুখ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২০, ১৬:৩৭
হিন্দু-মুসলিম বিতর্ক নিয়ে মুখ খুলেছেন শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের হিন্দু-মুসলিম বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শনিবার (২৫ জানুয়ারি) এক রিয়েলিটি শোতে তাকে জিজ্ঞাসা করা হয়, বাড়িতে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয় কিনা।


জবাবে শাহরুখ বলেন, আজ পর্যন্ত আমরা হিন্দু-মুসলিম নিয়ে কোনও কথাই বলিনি। আমার বউ হিন্দু, আমি নিজে মুসলমান। আর আমাদের বাচ্চারা ভারতীয়।


তিনি আরও জানান, যখন ওরা স্কুলে পা দেয়, সেখানে একটা ফর্ম ফিলআপ করতে হয়, আপনার ধর্ম কি। সেই সময় যখন আমার মেয়ে খুবই ছোট ছিল, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, বাবা আমাদের ধর্ম কী? সেদিন আমি মেয়ে সুহানাকে বলি আমরা ভারতীয়, এর বাইরে আমাদের কোনও ধর্ম নেই। আর থাকাটাও উচিত নয়।


তিনি আরো জানান, আমি কিন্তু কোনও নির্দিষ্ট ধর্মের ওপর বিশ্বাসী নই, প্রত্যেকদিন নামাজ পড়তে হবে ওইসব আমি করিনা। কিন্তু ইসলামকে মানি, শ্রদ্ধা করি। ইসলামের রীতি-নীতিকে মানি। ইসলাম খুবই পবিত্র ও শৃঙ্খলা পরায়ণ ধর্ম। সূত্র: হিন্দুস্তান টাইমস।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com