শিরোনাম
এন্ড্রু কিশোরের শারিরীক অবস্থার অবনতি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১৯:৪০
এন্ড্রু কিশোরের শারিরীক অবস্থার অবনতি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শারিরীক অবস্থার আরো অবনতি হয়েছে। এজন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা থাকলেও এখন দেশে ফেরা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে তার।


এন্ড্রু কিশোর বর্তমানে নন-হজকিন লিম্ফোমা ব্লাড ক্যানসারে আক্রান্ত। গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যান। গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা ধরা পড়ে।


সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি ধাপে ২৪টি কেমো দিতে হবে। ইতোমধ্যে ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম ধাপে প্রথম কেমোথেরাপির প্রস্তুতি চলছিল। তবে শারিরিক অবস্থার কারণে তা শুরু করা যায়নি। এখনো ৭টি কেমো দেয়া বাকি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com