শিরোনাম
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গানে কণ্ঠ দিলেন অবন্তী
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২০, ১৬:২০
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গানে কণ্ঠ দিলেন অবন্তী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে তৈরি করা গান গাইলেন অবন্তী সিঁথি। শুক্রবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গানটি প্রকাশ পাবে।


‘তুমি কোটি মানুষের চোখে স্বাধীনতার একটি নাম’ শিরোনামের বঙ্গবন্ধুকে নিয়ে গানটি লিখেছেন সুজন হাজং। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। মগবাজারের ডি স্টেশনে গানটিতে ইতোমধ্যে কণ্ঠও দিয়েছেন এ কণ্ঠশিল্পী।


অবন্তী সিঁথি বলেন, ‘বঙ্গবন্ধু একটি চেতনার নাম। তাকে নিয়ে গাইতে পারাটা আমার জন্য আনন্দের ও ভীষণ গর্বের। গানটির কথা, সুর ও সংগীত বেশ ভালো লেগেছে। বঙ্গবন্ধুকে নিয়ে এটি আমার দ্বিতীয় গান।’


সুজন হাজং বলেন, বঙ্গবন্ধুকে কখনো ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী। বঙ্গবন্ধুকে নিয়ে এর আগেও আমি গান লিখেছি। অবন্তী সিঁথি খুব চমৎকার গেয়েছেন। আশা করি গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।’


ক্লোজআপ ওয়ান ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ ২০১২ সালের প্রতিযোগিতার মধ্য দিয়ে আলোচনায় উঠে আসেন অবন্তী। সবশেষ ২০১৮ সালে ভারতীয় টেলিভিশন জি বাংলায় ‘সারেগামাপা’গানের প্রতিযোগিতায় অংশ নেন এ কণ্ঠশিল্পী।


বিবার্তা/সোহেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com