শিরোনাম
বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচে গাইবেন রুনা লায়লা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৯, ২২:৪৫
বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচে গাইবেন রুনা লায়লা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক ক্রিকেট টেস্ট ম্যাচে গান পরিবেশন করবেন উপমহাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পী রুনা লায়লা। ম্যাচটি স্মরণীয় করে রাখতে ম্যাচ শুরুর আগে আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি। একই মঞ্চে গাইবেন ভারতের শ্রেয়া ঘোষাল।


প্রথমবারের মতো দু’দল খেলতে চলেছে প্রথমবারের মতো দিবারাত্রি টেস্ট ম্যাচও। স্বাভাবিকভাবেই একটি ইতিহাসের অংশ হতে যাচ্ছে এই দুই দলের টেস্ট ম্যাচ।


এরইমধ্যে ম্যাচটিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। কলকাতার ইডেন গার্ডেনে আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে দিবারাত্রির ম্যাচে তিনি অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও।


এদিকে টি-টোয়েন্টি সিরিচের প্রখস ম্যাচে টাইগারদের অসাধারণ জয়কে ফলাও করে প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম।


অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের প্রতিবেদনে বলেছে, দিল্লির ধোঁয়াশা বিড়ম্বনায় ফেলতে পারেনি বাংলাদেশকে। তারা প্রত্যাশার চেয়েও ভালো খেলে দুর্দান্ত জয় পেয়েছে।


পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম হেডলাইন করেছে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়’ বাংলাদেশের জয়ে নেতৃত্ব দেন মুশফিকুর রহিম-বিপ্লব-আফিফরা। রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আমিনুল ইসলাম বিপ্লব আর শফিউল ইসলামের বোলিং তোপের মুখে পড়ে ১৪৮ রানে ইনিংস গুটায় ভারত।


টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে নির্ধারিত ওভারের তিন বল আগে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন মুশফিকুর রহিম। দলের জয়ে ৪৩ বলে অপরাজিত ৬০ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।


যুক্তরাজ্যের বিখ্যাত সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের জয়ের প্রতিবেদন নিয়ে হেডলাইন করেছে, ‘ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি প্রথম জয় পেয়েছে বাংলাদেশ’ বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৭ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com