শিরোনাম
বিরল রোগে আক্রান্ত আ খ ম হাসান!
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৯, ১৫:০৩
বিরল রোগে আক্রান্ত আ খ ম হাসান!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিরল রোগে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় মুখ আ খ ম হাসান। হঠাৎ করে এই অভিনেতাকে দেখলে চিনতেই পারবেন না দর্শক। তার গায়ের রঙ বদলে কুঁচকুচে কালো হয়ে গেছে। তবে এটা বাস্তবে নয় ‘কালো জামাই’ নাটকের একটি চরিত্র।


এ বিষয়ে আ খ ম হাসান বলেন, অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন চরিত্রে মেকাপ নিতে হয় আমাদের। গল্পের চরিত্রের প্রয়োজনে সাজতে হয় আমাদের। চরিত্রের সাথে রুপ নেয়াটা খুবই জরুরি। ‘কালো জামাই’ নাটকে আমাকে দর্শকেরা ভিন্ন রুপে দেখতে পাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।


নাটকে গ্রামের মানুষের হাসানকে ডাকে কালু বলে। তবে কালু সব সময় হাসি-খুশি থাকে। কালুর বিয়েও হয়। আর বাসর ঘরে কুচকুচে কাল কালুকে দেখে তার স্ত্রী অরিন অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে কালুর ভাইরা ভাই নিথর মাহবুব সুন্দর হওয়ার কারণে নিজের প্রশংসায় নিজেই সে সব সময় পঞ্চমুখ থাকে।


এমনই গল্প নিয়ে স্বপ্নের কারিগরের ব্যানারে নির্মিত হয়েছে একক নাটক ‘কালো জামাই’। নাটকটি রচনা করেছেন রাজীব মণি দাস ও পরিচালনায় আর আইচ সোহেল। নির্বাহী প্রযোজক বেগম রোকেয়া।


নাটকটিতে আবুল কালাম চরিত্রে অভিনয় করছেন আখম হাসান। তার স্ত্রী মিথিলা চরিত্রে অভিনয় করেছেন অরিন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com