শিরোনাম
নিশিপুত্রের সম্প্রচার আজ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১৪:৪০
নিশিপুত্রের সম্প্রচার আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মোহাম্মদ ইকবাল হোসেনের গল্প অবলম্বনে দয়ালসাহা ও ফরিদউদ্দিন মোহাম্মদের চিত্রনাট্যে নতুন টেলিফিল্ম ‘নিশিপুত্র’। টেলিফিল্মটি আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৫০ মিনিটে বেসরকারি চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনে দেখানো হবে।


এবার একই নাটকে ছয়টি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করলেন অভিনেতা আজাদ আবুল কালাম। কখনো তিনি গ্রামের আড়ৎদার, কখনো চেয়ারম্যান, মাতব্বর, নেতা, আবার কখনো নারী পাচারকারী। প্রতিটি চরিত্রেই নিজেকে তুলে ধরেছেন আলাদা বৈশিষ্ট্যে। ফরিদ উদ্দিন মোহাম্মদের পরিচালনায় টেলিছবি ‘নিশিপুত্র’তে এমনই চরিত্রে দেখা যাবে তাকে।


আরেক মূল চরিত্রে চোরের ভূমিকায় অভিনয় করেছেন প্রভিভাবান শিল্পী শতাব্দী ওয়াদুদ। মূলত গ্রামের নিম্মবর্গের একজন অসহায় মানুষ ষড়যন্ত্রের শিকার হয়ে চোরের অপবাদ নিয়ে চলতে চলতে একপর্যায়ে কি করে নিজেই চোর হয়ে ওঠেন সেই গল্পই বলা হয়েছে নিশিপুত্র নাটকে।


গল্পের বাঁকে বাঁকে দেখানো হয়েছে মানবিক বিপর্যয়, অভাব, চিকিৎসার অভাবে একমাত্র কন্যা হারানোসহ নিদারুন সব দৃশ্য। গল্পে অভাব আর দুর্বিসহ দিনগুলাতে চোরের বউ হয়ে পাশে থেকেছেন অভিনেত্রি মৌটুসি বিশ্বাস।


নিশিপুত্র নাটকের নির্মাতা জানান, ‘গল্প বলার ঢঙ ও নির্মাণে কিছুটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছি। আশা করছি কাজটা দর্শকদের ভালো লাগবে।’


বিবার্তা/ওরিন/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com