শিরোনাম
রুয়েট শিক্ষককে নির্যাতনের নিন্দা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৯, ২১:৫৭
রুয়েট শিক্ষককে নির্যাতনের নিন্দা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাশিদুল ইসলাম ও তার স্ত্রী গত ১০ আগস্ট রাজশাহী শহরের সাহেববাজার মনিচত্বরে কিছু বখাটে তরুণের দ্বারা নির্যাতনের শিকার হন।


বখাটেরা প্রথমে উক্ত শিক্ষকের স্ত্রীকে যৌন হয়রানির চেষ্টা করলে স্বাভাবিকভাবেই তিনি তার প্রতিবাদ করেন এবং তৎক্ষণাত বখাটেদের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হন। এই ঘটনা বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় ছাপা হয়েছে।


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, এই ন্যাক্কারজন ঘটনার সঙ্গে জড়িতদের আজ অবধি গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। আমরা পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান ও দাবি জানাচ্ছি, যারা এই শিক্ষক নির্যাতনের সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেপফতার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদান নিশ্চিত করা হোক।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com