শিরোনাম
৩৭তম বিসিএসে আরো ১১৩ জনের নিয়োগ
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ১৫:২৪
৩৭তম বিসিএসে আরো ১১৩ জনের নিয়োগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৩৭তম বিসিএসের নন ক্যাডার থেকে নিয়োগ দেয়া হয়েছে আরো ১১৩ জনকে। এ নিয়ে এ বিসিএস থেকে ৬৯২ জনকে প্রথম শ্রেণিতে ও ৯৮ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেয়া হলো।


বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) জানিয়েছে, এ নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) পিএসসির এক সভা শেষ এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।


পিএসসি সূত্র জানায়, বৃহস্পতিবার ১৫ জনকে প্রথম শ্রেণির উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা পদে নিয়োগ করার সিদ্ধান্ত হয়। দ্বিতীয় শ্রেণির সহকারী খাদ্য পরিদর্শক, সহকারী তথ্য কর্মকর্তা, সাইফার, প্রটোকল অফিসারসহ আরো কিছু পদে ৯৮ জনকে নিয়োগ দেয়া হয়।


৩৭তম বিসিএসে ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়। পদ পাওয়া সাপেক্ষে তাদের নিয়োগ দেয়া হবে বলেও পিএসসি সূত্র জানিয়েছে।


এ বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হলেও বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com