শিরোনাম
অপমানে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৯, ০৯:৫০
অপমানে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সবার সামনে শিক্ষকের কাছে অপমানের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরমান শাহরিয়ার।


বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফজলুল হক মুসলিম হলে এ ঘটনা ঘটে। আরমান শাহরিয়ার ওই হলের আবাসিক শিক্ষার্থী।


জানা গেছে, রাত ১২টার দিকে তিনি ব্লেড দিয়ে হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা চালান। পরে হলের ২০৯ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।


আরমান শাহরিয়ারের কয়েকজন বন্ধু জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে সে সার্জারিক্যাল ব্লেড দিয়ে হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে ফজলুল হক মুসলিম হলের ২০৯ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।


আত্মহত্যার কারণ হিসেবে আরমান শাহরিয়ারের বন্ধুরা জানিয়েছেন, আরমান বিভাগের শিক্ষকরা সব শিক্ষার্থীর সামনে তাকে অপমান করেছেন। এ কারণে সে আত্মহত্যার চেষ্টা চালায়।


তবে এ বিষয়ে জানতে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শেখ নজরুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com