শিরোনাম
ঢাবির ভিসি প্যানেল চূড়ান্ত
প্রকাশ : ৩১ জুলাই ২০১৯, ১৮:০৯
ঢাবির ভিসি প্যানেল চূড়ান্ত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্যানেল চূড়ান্ত করেছে সিনেট।


বুধবার (৩১ জুলাই) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বিশেষ অধিবেশনে তিন জনের উপাচার্য প্যানেল চূড়ান্তভাবে নির্বাচিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।


বিএনপিপন্থী সাদা দলের সিনেটের অধিবেশন বর্জন করায় এবং আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নীল দলের পেশ করা উপাচার্য প্যানেল নিয়ে মতানৈক্য না থাকায় ভোটাভুটি হয়নি। অর্থাৎ সিনেট অধিবেশনে ভোটাভুটি ছাড়াই উপাচার্য প্যানেল নির্বাচিত হয়েছে। এই প্যানেল এখন বিশ্ববিদ্যালয়ের আচার্যের নিকট পাঠানো হবে। সেখান থেকে একজনকে উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দিবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য।


তিনজনের ভিসি প্যানেলে রয়েছেন, উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল।


এর আগে মঙ্গলবার রাতে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নীল দল ভিসি প্যানেল চূড়ান্ত করেছিল। নীল দলের অভ্যন্তরীণ বৈঠকে ভিসি প্যানেল নিয়ে মতানৈক্য হলে ভোটাভুটি হয়েছিল। এতে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ৩৬ ভোট, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ৪২ ভোট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল ৩০ ভোট পেয়ে প্যানেলে মনোনীত হয়েছিলেন।


এছাড়া উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ২৮ ভোট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ২০ ভোট পেয়েছেন।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com