শিরোনাম
দেশের প্রথম ব্রেস্ট ফিডিং রুম হচ্ছে তিতুমীর কলেজে
প্রকাশ : ৩০ জুলাই ২০১৯, ২০:৪০
দেশের প্রথম ব্রেস্ট ফিডিং রুম হচ্ছে তিতুমীর কলেজে
তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে নির্মাণ হচ্ছে ব্রেস্ট ফিডিং রুম। যা দেশের উন্নত শপিং মল, বিনোদন কেন্দ্র অথবা আদালত ছাড়া একদমই দেখা যায় না। দেশের সব কলেজের মধ্যে এটিই প্রথম। এমন ভিন্ন উদ্যোগে ভূয়সী প্রশংসা করেছে সাধারণ শিক্ষার্থীরা।


সদ্য প্রসবকারী মায়েরা (শিক্ষার্থী) রোজই পরীক্ষা কিংবা জরুরি ক্লাসের জন্য ছুটে আসেন কলেজে। কখনো একা কখনো ছোট্ট সন্তানটিকে সঙ্গে নিয়ে। সমস্যা বাঁধে যখন ছোট্ট শিশুটির দুধ পান করানোর সময় আসে। দুধ পান করাতে গিয়ে ‘লোকচক্ষুর আড় দৃষ্টির’ শিকার হতে হয়। মেয়েদের কমনরুমে ব্যস্ততা থাকলেও সেখানে তেমন স্বস্তি মিলে না।


কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন জানান, আমার মনে হয় বাংলাদেশে এটিই প্রথম কোনো কলেজ যেখানে ব্রেস্ট ফিডিং রুম তৈরি করছি আমরা। সেই সাথে আমরা অডিটোরিয়ামে এসি, বিজ্ঞান ভবনের সংস্কারসহ সব ডিপার্টমেন্ট ও ক্লাসে টাইলস দেয়ার ব্যবস্থা করছি।


ব্রেস্ট ফিডিং রুম নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিতুমীর কলেজের সালেহা আক্তার নামে এক শিক্ষার্থী জানান, কলেজে আসলে সময়মতো সন্তানকে দুধ পান করাতে পারি না বলে অবসাদ কাজ করে। এতে বাচ্চারও অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তবে কলেজের এমন উদ্যোগ অনেক স্বস্তিদায়ক।


বর্তমানে তিতুমীর কলেজকে শিক্ষার্থী বান্ধব গড়ে তোলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। সাধারণ শিক্ষার্থীরাও কলেজের এমন গুরুত্বপূর্ণ কাজে প্রশংসা করছেন।


বিবার্তা/রকি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com