শিরোনাম
জবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন ভূগোল ও পরিবেশ বিভাগ !
প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ১৭:৪৭
জবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন ভূগোল ও পরিবেশ বিভাগ !
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় ভূগোল ও পরিবেশ বিভাগ।


সোমবার (২৯ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ধুপখোলা খেলার মাঠে অর্থনীতি বিভাগকে ৪-৩ গোলে পরাজিত করে ভূগোল ও পরিবেশ বিভাগ।


বল দখলের লড়াইটা প্রায় সমান হলেও দারুণ সব আক্রমণ করেছিল ভূগোল ও পরিবেশ বিভাগ। খেলার প্রথমার্ধে ভূগোল ও পরিবেশ বিভাগের দলের ক্যাপ্টেন নাজমুল হাসান সাগর অর্থনীতি বিভাগের জালে বল ঢুকালেও পরবর্তীতে তা হ্যান্ড বল হওয়ার কারণে সে গোল বাতিল করা হয়।


খেলার প্রথমার্ধের শেষ সময়ে মাঠে গুরুতর আহত হয়ে মাঠ ছাড়েন ভূগোল ও পরিবেশ বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মাহদী আল হাসান।


দ্বিতীয়ার্ধে দুই দলেই পাল্টা পাল্টি আক্রমণ করলেও শেষ পর্যন্ত উভয়ই দলের কেউ গোল দিতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। ভূগোল ও পরিবেশ বিভাগের হয়ে টাইব্রেকারে গোল করেন নাজমুল হাসান সাগর, গোলকিপার আসিকুর রহমান সোহান, আব্দুর রহমান ও রিজন।


খেলায় উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মল্লিক আকরাম ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. আইনুল ইসলাম, ভূগোল ও পরিবেশের সহকারী অধ্যাপক নাহরিন জান্নাত হোসাইন, খন্দকার তানভীর হোসাইন, নিউটন হাওলাদার ও আশরাফ উদ্দীন প্রমুখ।


বিবার্তা/আদনান/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com