শিরোনাম
জবিতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে মানববন্ধন
প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১৮:৫৬
জবিতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে মানববন্ধন
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“আর নয় ধর্ষণ সমাজ হোক পরিবর্তন” এই স্লোগানকে সামনে রেখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।


বুধবার (১০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তব্যে অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন , ধর্ষণ বর্তমানে একটি জাতীয় ব্যাধি হয়ে গেছে। নারীদের উচিত তাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করা, নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া। নারী অধিকার আইনের বাস্তবায়নও কঠোরভাবে করতে হবে।


বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা মানব্বন্ধনে বলেন, “সারাদেশে চলমান ধর্ষণে জড়িতদের আইনের আওতায় এনে প্রকাশ্যে হত্যা করতে হবে। আর, এসব ধর্ষকদের ইন্ধনদাতা রাজনৈতিক রাঘববোয়ালদেরও আইনের আওতায় আনতে হবে।”


১৪ ব্যাচের শিক্ষার্থী সিথি আক্তার বলেন, “সামিয়া হত্যা সহ সারাদেশে শিশুদের ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে। আমরা এসব নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা চাই।”


এরপর মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com