শিরোনাম
ধর্ষণের বিরুদ্ধে তিতুমীর কলেজ ছাত্রলীগের মানববন্ধন
প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১৫:৩৭
ধর্ষণের বিরুদ্ধে তিতুমীর কলেজ ছাত্রলীগের মানববন্ধন
ক্যাম্পাস প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সম্প্রতি সারাদেশে সংঘটিত ধর্ষণ, যৌন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ শাখা।


বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে কলেজর প্রধান ফটকের সামনে শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়ার সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবেদা সুলতানা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কামরুন্নাহার মায়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজের উপাধ্যক্ষ আবিদা সুলতানা বলেন, ‘ধর্ষণকারীদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের গড়ে তুলতে হবে।’


মানববন্ধনে কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের পথে ধর্ষণের মত জঘন্য অপরাধ বড় বাধা। দ্রুত সকল ধর্ষণকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। ’


কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, ‘শেখ হাসিনার বাংলায় ধর্ষকের ঠাই নাই। অনতিবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক।’


এসময় তাদের হাতে “শেখ হাসিনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই”, “পুরুষ তুমি মানুষ হও, আলোর পথের যাত্রী হও”, “আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ”, “নিরাপদ শৈশব রক্তমাখা আজ!”, “যেখানেই অন্যায়, সেখানেই ছাত্রলীগ”, “একশন একশন ডাইরেক্ট একশন, ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন”, “ধর্ষণকে না বলুন, ধর্ষকের বিরুদ্ধে বলুন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন” লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।


মানববন্ধনে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক সুবজ আহমেদ, ওমর ফারুক সৈকতসহ শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় কলেজের সাধারণ শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশগ্রহণ করে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com