শিরোনাম
জাবির দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৩০
প্রকাশ : ০৩ জুলাই ২০১৯, ১৯:২৭
জাবির দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৩০
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।


বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় খাবার দোকানে ধাক্কা লাগাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মিষ্টি খাওয়া নিয়ে দুই হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হল দুটির ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একত্র হলে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আবারো সংঘর্ষে জড়াতে পারে তারা।


এ ঘটনায় প্রায় ৩০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।


এদিকে, মারামারির ঘটনা ভিডিও করার কারণে ক্যাম্পাসে কর্মরত এক সাংবাদিককে মারধর করা হয়। পরে অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করেন।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি আমরা।


আশুলিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) মো. জাবেদ মাসুদ বলেন, প্রক্টরের কাছ থেকে খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই। পরে দুই পক্ষের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। পরবর্তীতে শিক্ষার্থীরা নিজেরা বসে তাদের সমস্যা সমাধান করবে বলে জানিয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com