শিরোনাম
জকসু গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন
প্রকাশ : ০২ জুলাই ২০১৯, ০৯:৫৬
জকসু গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) গঠণতন্ত্র প্রণয়নের লক্ষ্যে আইন সংশোধন করে জকসুর বিধান রাখার জন্য চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।


সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে তথ্য ও জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এ ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)’ এর বিষয়ে কোনো ধারা বা উপধারা না থাকায় বিশ্ববিদ্যালয় আইনে উক্ত ধারা বা উপধারা সংযোজন ও ‘জকসু’ গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে আইন সংশোধনের প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।


সহকারী রেজিস্ট্রার (আইন) এ কমিটিতে সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে ৪৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের জন্য সুপারিশ ও ‘জকসু’ গঠনতন্ত্র প্রণয়ন করার নির্দেশনা দেয়া হয়েছে।


বিবার্তা/আদনান/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com