শিরোনাম
জাবিতে ৫টি নতুন হলের ভিত্তি প্রস্তর উদ্বোধন
প্রকাশ : ৩০ জুন ২০১৯, ২১:৪০
জাবিতে ৫টি নতুন হলের ভিত্তি প্রস্তর উদ্বোধন
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের জন্য নতুন পাঁচটি হলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।


রবিবার বিকেল ৩টার দিকে হলগুলোর ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।


উপাচার্য বলেন, হলগুলোর মধ্যে তিনটি ছাত্রদের এবং দু’টি ছাত্রীদের জন্য বরাদ্দ করা হয়েছে। ছাত্রীদের আরো একটি হল তৈরির কথা থাকলেও তার এখনো অনুমোদন হয়নি। সবগুলো হলই ১০ তলা বিশিষ্ট হবে। যেখানে প্রতিটি হলে ১ হাজার শিক্ষার্থীর আবাসিক সুবিধা থাকবে। ২০২০ সালের ডিসেম্বর মাসে এসব হলের নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানান উপাচার্য।


ছাত্রদের তিনটি হলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন এলাকায়। আর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের দক্ষিণ পার্শ্বে ছাত্রীদের ২টি হলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, ভারপ্রাপ্ত প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, অফিসার, কর্মচারী ও শিক্ষার্থীরা।


উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের লক্ষ্যে প্রায় সাড়ে ১৪শত কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে। ২৩টি প্রকল্পের এ বরাদ্দ দিয়েছে সরকার।


বিবার্তা/জোবায়ের/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com