শিরোনাম
জবিতে ৬ দফা দাবিতে কঠোর আন্দোলনের আভাস!
প্রকাশ : ২৬ জুন ২০১৯, ২০:২৫
জবিতে ৬ দফা দাবিতে কঠোর আন্দোলনের আভাস!
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিয়মিত নানান অনিয়ম ও সমস্যা সমাধানে ছয় দফা দাবি উত্থাপন করেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জবির কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন নেতা (যারা পরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামক আহ্বায়ক কমিটি করে)। এর আগে গত তিন দিন ক্যাম্পাসের বিভিন্ন ক্লাসে ক্যাম্পেইন করে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার চেষ্টা করে তারা।


কোঠা আন্দোলনের পরে থেকে বিশ্ববিদ্যালয়ের চলমান নানান সমস্যা নিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে বেশ সরব ভূমিকা পালন করার চেষ্টা করে তারা। এরই ধারাবাহিকতায় ঈদের পরে ক্যাম্পাস খোলার পরে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের আভাস দিয়ে যাচ্ছিল সংগঠনটি।


বুধবার সংগঠনের আহ্বায়ক তার ফেসবুক ওয়ালে এই ছয় দফা দাবি তুলে ধরেন। “আমরা জকসু চাই" সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেইজে ছয় দফা বিষয়টি নিয়ে তুমুল আলোচনা করেছেন শিক্ষার্থীরা।


দাবিগুলো হলো:-


১. সাত দিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমাতে হবে ও মান উন্নয়ন করতে হবে।


২. আগামী দুই মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু করতে হবে।


৩. সাত দিনের মধ্যে জকসু আইনের খসড়া করে আগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন দিতে হবে।


৪. দুই মাসের মধ্যে ছাত্রী হল চালু করতে হবে।


৫. শিক্ষক নিয়োগে কমপক্ষে ৭০% জবিয়ানদের থেকে নিতে হবে এবং জবিয়ানদের জন্যে সিজিপিএ শিথিল করতে হবে।


৬. নতুন ক্যাম্পাসের কাজ অতিদ্রুত শুরু করতে হবে।


এই দাবি নিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জবির আহ্বায়ক রাইসুল ইসলাম নয়ন বিবার্তাকে বলেন, এই দাবিগুলো একদম মৌলিক দাবি। দাবি আদায় না হলে আমরা ক্লাস পরীক্ষা বন্ধ করে আন্দোলনে যেতে বাধ্য হবো। এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।


বিবার্তা/আদনান/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com